ফরিদগঞ্জ প্রতিনিধি :
ফরিদগঞ্জে এক মাদক ব্যাবসায়ীকে ১২১ পিছ ইয়াবাসহ ও অস্ত্র আইনে দায়ের করা মামলার ওয়ারেন্টভ’ক্ত এক পলাতক আসামীসহ ২জনকে গ্রেফতার করেছে পুলিশ। মিজানুর রহমান বেপারি(৩৮)নামে ওই মাদক ব্যাবসায়ীকে রোববার গভীর রাতে উপজেলার দেইচর এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ। সে উপাধিক গ্রামের মৃত মোস্তফা কামাল বেপারির ছেলে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে পুলিশ বাদী হয়ে মামলা দায়েরের পর সোমবার সকালে আদালতে পাঠায় পুলিশ। অন্যদিকে (মেট্রো: বি: ট্রাই: জিআর মামলা নং ৪২৮/১৬ কোতোয়ালী থানা -৮(২০১৬ এর ধারা -১৯-১ ) অস্ত্র আইনে মামলার ওয়ারেন্টভ’ক্ত পলাতক আসামী কামাল উদ্দিন খাঁন শিপনকে রোববার গভীর রাতে উপজেলার সরখাল এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ। সোমবার সকালে তাকেও আদালতে পাঠায় পুলিশ।
ফরিদগঞ্জ থানার ওসি মো: শাহ্ আলম মিজানুর রহমান বেপারি ও কামাল উদ্দিন খাঁন শিপনকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।#