ফরিদগঞ্জ প্রতিনিধি-
ফরিদগঞ্জ উপজেলার সুবিদপুর পশ্চিম ইউনিয়নের তাম্রশাসন গ্রামে চুরির ঘটনায় প্রায় ২৫ লাখ টাকার মালামাল খুঁইয়েছে সদ্য বিদেশ ফেরৎ এক প্রবাসী। এ ঘটনায় ফরিদগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের হয়েছে।
জানা গেছে, ওই গ্রামের সৌদি প্রবাসী মিজানুর রহমানের ঘরে শনিবার রাতে সিঁদ কেটে চোরের দল আলমিরা থেকে নগদ ৮০ হাজার সৌদি রিয়াল (বাংলাদেশী টাকায় ২ লাখ টাকা), প্রায় ১৬ ভরি স্বর্ণালঙ্কারসহ প্রায় ২৫ লাখ টাকার মালামাল নিয়ে যায়। মিজানুর রহমান জানান, শুক্রবার রাতে তিনি সৌদি আরব থেকে বাংলাদেশে এসেছেন।