ফরিদগঞ্জ(চাঁদপুর): চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার ধানুয়ায় চোরের উপদ্রবে আতঙ্কিত এলাকাবাসী। এক রাতেই চাচা ভাতিজার পাশা পাশি ২ টি ঘরে সিঁধ কেটে দুর্র্ধষ চুরির ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৬ এপ্রিল ) গভীর রাতে উপজেলার উত্তর গোবিন্দপুর ইউনিয়নের ধানুয়া গ্রামের ৩ নং ওয়ার্ডের তালুকদার বাড়িতে এ চুরির ঘটনা ঘটে। এতে আতঙ্কিত হয়ে পড়েছে আশে পাশের বাড়ি এবং গ্রামের মানুষজন।
স্থানীয়রা জানান, উপজেলার উত্তর গোবিন্দপুর ইউনিয়নের ধানুয়া গ্রামের ইমরান ও মমিন রাতে মোবাইলে বিভিন্ন নিউজ ও গান গল্প দেখে প্রতিদিনের মতো যে যার মতো রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে। গভীর রাতে সংঘবদ্ধ চোরের দল বাড়িতে এসে পাশাপাশি দুইটি ঘরে সিঁধ কেটে ঢুকে নগদ টাকা-পয়সা, দামী পোশাক, মোবাইল ও গুরুত্বপূর্ণ কাগজপত্র নিয়ে যায়। এতে ২ টি ঘরে দামি মোবাইল সহ প্রায় ৮০ হাজার টাকার মালামাল নিয়ে যায় বলে জানান ভুক্তভোগীরা।
ওই বাড়ি ও এলাকার কয়েকজন জানান, ফরিদগঞ্জ উপজেলার ৯নং গোবিন্দপুর ইউনিয়নের প্রত্যাশি, শোভান, চির্কা-চাঁদপুর এলাকায় মাদকের সরগরম ব্যবসা চলছে। এলাকাগুলি ফরিদগঞ্জ ও চাঁদপুর উপজেলার সীমান্তবর্তী এলাকা হওয়ায় মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের জন্য অনেকটা নিরাপদ। প্রয়োজনে খুব দ্রুত স্থান পরিবর্তন করে উপজেলা সীমানা অতিক্রম করে ফেলতে পারে। আর মাদকসেবীরা নেশার টাকা জোগাতে চুরি, ছিনতাইএর মত অপরাধ করছে। কারো কারো মতে করোনা মহামারীর কারনে বেকারত্ব বাড়ায় অনেকেই চুরি পেশায় ব্যস্ত হয়ে পড়েছে। তারা আরো বলছে, নিয়মিত পুলিশি টহল জোরদার করা না হলে চুরি, ছিনতাই ও অপরাধমূলক ঘটনা আরো বেশি ঘটতে পারে। এ ছাড়াও এলাকায় কিশোর গ্যাং এর দৌরাত্বও বেড়ে চলছে।
ফরিদগঞ্জ থানার ওসি তদন্ত বাহার মিয়া জানান একসঙ্গে ২ টি চুরির বিষয়টি আমার জানা নেই। তবে খোঁজ-খবর নিয়ে অভিযোগের ভিক্তিতে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। তা ছাড়াও ফরিদগঞ্জ থানা পুলিশ মাদকসহ বিভিন্ন ধরনের অপরাধ নিয়ন্ত্রনে সক্রিয় রয়েছে।
সংবাদদাতা/চাঁদপুরনিউজ/