ফরিদগঞ্জ ব্যুরো
ফরিদগঞ্জ থানা পুলিশ আকবর হোসেন (২৮) নামে এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে। রোববার রাতে উপজেলার সাহেবগঞ্জ গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ রাতে বসতঘরের আড়ার সাথে ঝুলন্ত অবস্থায় আকবরের লাশ উদ্ধার করে।
জানা গেছে, মৃত্যুবরণকারী আকবর ওই এলাকার একটি হত্যা মামলার অন্যতম আসামী। তবে সে ওই মামলায় জামিনে ছিলেন। এ ব্যাপারে ফরিদগঞ্জ থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে বলে থানা পুলিশ নিশ্চিত করেছে।