প্রতিনিধি ==
১৮ দলীয় জোটের ডাকা টানা ৭২ ঘণ্টা অবরোধের প্রথম দিনে গতকাল শনিবার সকালে ফরিদগঞ্জের গৃদকালিন্দিয়া বাজারে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মোহাম্মদ এরশাদের কুশপুত্তলিকা দাহ ও থু থু নিৰেপ কর্মসূচি পালন করেছে বিএনপির বিৰুব্ধ নেতা-কর্মীরা। এর আগে গত সপ্তাহে একই ইউনিয়নের গৃদকালিন্দিয়া বাজারে প্রধান নির্বাচন কমিশনারেরও কুশপুত্তলিকা দাহ করা হয়।
ফরিদগঞ্জ-রায়পুর আঞ্চলিক মহাসড়কের গৃদকালিন্দিয়া বাজারে সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মোহাম্মদ এরশাদের কুশপুত্তলিকা বানিয়ে বিএনপি নেতা-কর্মীরা ধিক্কার জানিয়ে থু থু নিৰেপ করে এবং সে কুশপুত্তলিকা দাহ করে।
এছাড়া নির্দলীয় নিরপেৰ সরকারের দাবি, নির্বাচনী তফসিল প্রত্যাহার ও ১৮ দলীয় জোটের নেতা-কর্মীদের মুক্তির দাবিতে ফরিদগঞ্জের টিএন্ডটি এলাকায় পৌর বিএনপির (ভারপ্রাপ্ত) সাধারণ সম্পাদক মোঃ বিলস্নাল হোসেন কোম্পানীর নেতৃত্বে বিৰোভ মিছিল অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আঃ মতিন, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম নান্টু, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক পেয়ার আহম্মদ, মনির হোসেন, সদস্য ওসমান পাটওয়ারী প্রমুখ।