ফরিদগঞ্জ (চাঁদপুর) সংবাদদাতা : চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার ১নং বালিথুবা পশ্চিম ইউনিয়নের ৭নং ওয়ার্ড ছাত্রলীগের কার্যালয়ে হামলা চালিয়ে সংঘবদ্ধ একটি স্থানীয় চক্র। এতে ওই কার্যালয়ে থাকা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ভাংচুর করা হয়। হামলকারীদের বাধা দিতে এসে আহত হয় জিহাদ গাজী ও তারেক নামে দুই ছাত্রলীগ কর্মী।
১৭ ফেব্রুয়ারি বুধবার রাতের কোন এক সময়ে এই ভাংচুরের ঘটনা ঘটে। এর আগে ১৬ ফেব্রুয়ারি একই চক্র ওই অফিসে থাকা ছাত্রলীগের নেতা-কর্মীদের অবরুদ্ধ করে রাখে।
ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাসেল মজুমদার ও ওয়ার্ড ছাত্রলীগ নেতা ফয়সাল হাজী জানান, ভাংচুরের ঘটনার পরে সংবাদ পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। সেখানে গিয়ে ওয়ার্ড ছাত্রলীগের কার্যালয় ভাংচুর অবস্থায় দেখতে পাই। আহত দুইজন ও উপস্থিত ছাত্রলীগ কর্মীরা আমাদের জানায়, হামলাকারীরা প্রায় ৫০-৬০জন ছিলেন। এর মধ্যে নেতৃত্বে দিয়েছে রিপন মিজি, নাদিম মিজি, নজরুল ইসলাম মিজি, আল-আমিন মিজি, রবি, মিরাজ, ইকবাল ও জামাল মিজি। তারা প্রথম দিন অর্থাৎ ১৬ ফেব্রুয়ারি সন্ধ্যায় ছাত্রলীগের ৬জন কর্মীকে ওই কার্যালয়ে অবরুদ্ধ করে এবং দেশীয় অস্ত্র দিয়ে প্রাণ নাশের হুমকি দেয়। পরে আমরা ঘটনাস্থলে আমরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি।
তারা আরো জানান, পরদিন ১৭ ফেব্রুয়ারি রাতের কোন এক সময়ে সকলের অনপুস্থিতিতে উল্লেখিত লোকজন আরও দলবলসহ বঙ্গবন্ধু, প্রধানমন্ত্রীর ছবি ভাংচুর, আসবাবপত্র ভাংচুর ও অফিসে সাঁটানো ব্যানারগুলো টেনে হিচড়ে ছিড়ে মাটিতে ফেলে দেয়। পরদিন ১৮ ফেব্রুয়ারি ছাত্রলীগ কর্মীরা অফিসের এই ভাংচুর ও তছনছ অবস্থা দেখতে পায়।
এদিকে এই ঘটনাটি ভিন্ন দিকে প্রবাহিত করার জন্য এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী জামাল মিজি, নজরুল হোসেন মিজিসহ তাদের সাঙ্গ পাঙ্গরা বিষয়টি কিশোর গ্যাং বলে অপপ্রচার চালাচ্ছে। তারা বিষয়টিকে গোলা পানিতে মাছ শিকারের মত করে সাজিয়ে বসত ঘরের ফার্ণিচার এলোমেলো করে রেখে ছবি তুলে।
স্থানীয়ভাবে লোকদের সাথে আলাপ করে জানাগেছে, হামলার শিকার ছাত্রলীগের নেতা-কর্মীরা স্থানীয় মাদক ব্যবসায়ীদের কারবারের প্রতিবাদ করায় তারা দীর্ঘদিন ক্ষিপ্ত ছিলো। সম্প্রতি তাদের মধ্যেই সিনিয়র-জুনিয়র নিয়ে কলোহের সৃষ্টি হয়। ওই ঘটনাটিকে কেন্দ্র করে স্থানীয় ছাত্রলীগ নেতা-কর্মী ও অফিসে হামলা এবং ভাংচুর চালায়।
আহত ছাত্রলীগ, স্থানীয় ছাত্রলীগ নেতা-কর্মীরা এই ঘটনায় ভিন্ন দিকে প্রবাহিত না করার জন্য এবং সিনিয়র নেতাদের তদন্ত করে সুষ্ঠু বিচার এবং হামলাকারীদের আইনের আওতায় আনার জন্য পুলিশ প্রশাসনের প্রতি দৃষ্টি আকর্ষণ করেন।
চাঁদপুরনিউজ/এমএমএ/