প্রতিনিধি
ফরিদগঞ্জে পুকুরের পানিতে ডুবে আব্দুল্যাহ রিফাত (৫) ও আমেনা আক্তার (৫) নামে ২ শিশুর মৃত্যু হয়েছে। আর সদর উপজেলার কল্যাণপুর ইউনিয়নের রঙ্গেরগাঁও গ্রামে কূপের পানিতে পড়ে মোহাম্মদ গাজী (৫) নামে এক শিশু মারা গেছে। বৃহস্পতিবার বিকেলে ফরিদগঞ্জ উপজেলার ৩নং সুবিদপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের লক্ষ্মীপুর গ্রামের হাওলাদার বাড়িতে রিফাত ও আমেনা নামে মামাতো-ফুফাতো দু ভাই বোনের এ মর্মান্তিক মৃত্যু ঘটে। আব্দুল্যাহ রিফাত হাওলাদার বাড়ির আঃ হানিফ হাওলাদারের একমাত্র পুত্র ও তার বোন জেসমিন বেগমের মেয়ে হচ্ছে আমেনা আক্তার। আর শিশু মোহাম্মদ গাজীর পিতা হচ্ছে আঃ মান্নান গাজী। সে বাবা-মার একমাত্র সন্তান।
জানা গেছে, সপ্তাহপূর্ব শনিবারে মামার বাড়িতে মায়ের সাথে বেড়াতে আসে আমেনা। ঘটনার দিন বৃহস্পতিবার বিকেলে এই দুই শিশু মামাতো-ফুফাতো ভাই বোন বাড়ির উঠোনে খেলা করতে করতে এক পর্যায়ে বাড়ির দক্ষিণ পাশের পুকুরে পড়ে যায়। বেশ কিছুক্ষণ তাদের দেখা না পেয়ে লোকজন পুকুরের ঘাটে রিফাতের হাফপ্যান্ট পড়ে থাকতে দেখে পুুকুরে নামলে তাদের লাশের সন্ধান মিলে। তারা পার্শ্ববর্তী হাজীগঞ্জ উপজেলার হাজেরা আলী ক্যাডেট মাদ্রাসার শিক্ষার্থী। একমাত্র ছেলে রিফাতকে হারিয়ে পাগলপ্রায় মা রূপা বেগম।
এদিকে গতকাল শুক্রবার জুমার নামাজের পর সদর উপজেলার কল্যাণপুর ইউনিয়নের রঙ্গেরগাঁও গ্রামের আঃ মান্নান গাজীর একমাত্র সন্তান মোহাম্মদ গাজী নিখোঁজ হয়। আশপাশে অনেক জায়গায় খোঁজাখুঁজি করে না পেয়ে বেলা ৩টার পর বাড়ির পাশে কূপে তার লাশ ভেসে থাকতে দেখা যায়। তখনই নিহত শিশুটির বাবা-মাসহ আত্মীয় স্বজন ঘটনাস্থলে ছুটে আসে। বাবা-মার একমাত্র সন্তানের এমন করুণ মৃত্যুতে তারা পাগলপ্রায়। এ মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। খবর পেয়ে এলাকার ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আঃ মান্নান মাল ঘটনাস্থলে ছুটে আসেন। রাত প্রায় সাড়ে ৯টার দিকে ইউপি চেয়ারম্যান ও ওয়ার্ড মেম্বারসহ অনেকের উপস্থিতিতে শিশুটিকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।