নিজস্ব প্রতিনিধি-
ফরিদগঞ্জে কঠোর নিরাপত্তায় নিহত তিন যুবদল নেতার জানাজা কামররুজ্জামান প্রকাশ : ২৭ অক্টোবর, ২০১৩ ফরিদগঞ্জে সংঘর্ষে নিহত তিন বিএনপি নেতার জানাজা গতকাল বিকেলে ফরিদগঞ্জ মজিদিয়া কামিল মাদ্রাসার সামনে অনুষ্ঠিত হয়েছে। নিহত নেতাদের জানাজায় স্থানীয় বিএনপি নেতা-কর্মীরা ছাড়াও শত শত সাধারণ মানুষ অংশ নেয়। এর আগে চাঁদপুরে লাশের ময়না তদন্ত শেষে ৩টি আলাদা লাশবাহি গাড়িতে করে লাশগুলো জানাজাস্থলে এসে পোঁছলে সেখানে এক হৃদয় বিদারক দৃশ্যের অবতারণার সৃষ্টি হয়। এদিকে নিহত তিন নেতার জানাজা কেন্দ্র করে সকাল থেকেই শহরে টানটান উত্তেজনা বিরাজ করে। জানাজার স্থানের আশপাশের এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। সকাল থেকেই উপজেলা সদর ও আশপাশের এলাকায় পুলিশ, র্যাব ও বিজিবির বিপুল সংখ্যক সদস্য টহল দিতে থাকে। জানাজা পূর্ব এক সংক্ষিপ্ত বক্তব্যে স্থানীয় সাংসদ মোঃ হারুনুর রশিদ বলেন, নিহত তিন নেতার রক্তের বিনিময়ে এদেশে গণতন্ত্র ফিরে আসবেই। আমরা তাদের রক্তের ঋণ পরিশোধ করতে পারবো না, তবে তাদের পরিবারের সুখে দুঃখে পাশে থাকবো। এসময় অন্যান্যের মধ্যে আরো বক্তব্য দেন জেলা বিএনপি সভাপতি ইঞ্জিনিয়ার মমিনুল হক, বিএনপির কেন্দ্রীয় নেতা ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোতাহার হোসেন পাটোয়ারী, জামায়াতের জেলা আমির এইচ এম আহম্মদ উল্লা, বিএনপি নেতা, সাবেক চাঁদপুর পৌরসভার সাবেক চেয়ারম্যান শফিকুর রহমান ভূঁইয়া , জেলা বিএনপির সহ-সভাপতি জসিম উদ্দিন বাবুল, শরিফ মোহাম্মদ ইউনুস, জেলা যুবদলের সহ-সভাপতি শাহজালাল মিশনসহ জেলা ও উপজেলার ১৮ দলীয় জোট নেতৃবৃন্দ। পরে নিহত যুবদল নেতা জাহাঙ্গীর হোসেন, আরিফ হোসেন ও মোঃ বাবুল ভূঁইয়ার লাশ তাদের নিজ নিজ বাড়িতে পাঠানো হয়। সেখানে দ্বিতীয় দফা জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাদের দাফন করা হয়। 0 0 0 0
শিরোনাম:
শুক্রবার , ২১ মার্চ, ২০২৫ খ্রিষ্টাব্দ , ৭ চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।