ফরিদগঞ্জ প্রতিনিধি
গতকাল বুধবার সকালে ফরিদগঞ্জ থানা পুলিশ আঁখি রাণী দাস আন্না (১৫) নামে এক কিশোরী গৃহবধূর লাশ উদ্ধার করে পোস্টমটের্মের জন্য চাঁদপুর প্রেরণ করেছে। মঙ্গলবার রাতে ওই গৃহবধূ কীটনাশক পান করলে বাড়ির লোকজন তাকে মুমূর্ষু অবস্থায় ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
জানা গেছে, উপজেলার পাইকপাড়া দক্ষিণ ইউনিয়নের অমূল্য দাস তার কিশোরী মেয়ে আঁখি রাণী দাস আন্নাকে গোবিন্দপুর দক্ষিণ ইউনিয়নের লামচর গ্রামের শান্তি দাসের ছেলে প্রবাস ফেরৎ প্রবীর দাসের সাথে বিয়ে দেন প্রায় এক বছর পূর্বে । মঙ্গলবার রাতে আঁখি স্বামী ও শ্বশুরকে রাতের খাবার দিয়ে সকলের অগোচরে কীটনাশক পান করে। পরে তার স্বামীসহ লোকজন তাকে ছটফট করতে দেখে দ্রুত ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ব্যাপারে আঁখির পিতা অমূল্য দাস ফরিদগঞ্জ থানায় অপমৃত্যু অভিযোগ করলে পুলিশ লাশ উদ্ধার করে পোস্টমর্টেমের জন্য চাঁদপুর প্রেরণ করে। পরে বিকেলে পোস্টমর্টেম শেষে আঁখির লাশ পরিবারের কাছে হস্তান্তর করলে তার স্বামীর বাড়ি লামচরে তার শেষকৃত্য সম্পন্ন করা হয়।