স্টাফ রিপোর্টার: ॥
চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার ধানুয়া গ্রামে ধানের জমিতে কৃটনাশক ছিটাতে গিয়ে নাকে মুখে বিষক্রিয়া প্রবেশ করে জসিম উদ্দিন ভ্ইুয়া (৩৫) নামে কৃষকের শনিবার রাত ৯টায় মৃত্যু হয়েছে। শনিবার (৯ এপ্রিল) দুপুর আড়াইটায় ওই গ্রামের ভুইয়া বাড়ির পাশ্ববর্তী কৃষি জমিতে কৃটনাশক ছিটাতে গিয়ে জসিম অসুস্থ্য হয়ে পড়ে। জসিম ভুইয়া ধানুয়া গ্রামের ভুইয়া বাড়ীর আব্দুল হক ভুইয়ার ছেলে। সে ১ পুত্র ও ১ কন্যা সন্তানের জনক। নিহত জসিমের স্ত্রী অনতোসত্রা হালিমা বেগম জানান, তার স্বামী অসুস্থ্য হয়ে বাড়িতে আসলে তাকে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে আসা হয়। পরে সন্ধা ৬টায় হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মো. ইউছুফ তার অবস্থার বেগতিক দেখে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করে। ঢাকার কাছা কাছি নেওয়ার পর জসিমের মৃত্যু হয় বলে তার স্তী জানায়। জসিমের লাশ পুনরায় চাঁদপুরে নিয়ে আসা।