শওকত আলী, ॥ চাঁদপুরের ফরিদগঞ্জে পাইকপাড়ার ইটভাটায় ও চাঁদপুর নামক গ্রামে পৃথক ঘটনায় বিষক্রিয়া মিশ্রিত খাবার গ্রহন করার ১৫জন অসুস্থ হয়ে পড়েছে। বর্তমানে তারা চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
বুধবার (২৫ নভেম্বর) দিনগত রাতে এই ঘটনা ঘটে।
অসুস্থ্যরা হচ্ছে: পাইকপাড়া দক্ষিণ ইউনিয়নের গাজীপুর বাজার সংলগ্ন মিন্টুর ইটভাটার শ্রমিক সালাউদ্দিন (২২), মাহিন (৩৫), জমসেদ (২৫), মাসুদ (৩৬), কবির হোসেন (৩৩), সোহেল (২৬), বাবুল (৩৪), জুয়েল (২৫), সায়েদ (১৫), সাহিদা বেগম (৩৫) ও তার ছেলে মোঃ রহমান (০৭)। চাঁদপুর গ্রামের আবদুল মতিন (৭১), তার স্ত্রী আমেনা বেগম (৬০), কবির হোসেনের স্ত্রী শাহিনা বেগম (২৭) ও ফয়সাল হোসেনের স্ত্রী রেহেনা আক্তার (২১)।
ইটভাটার মালিক মিন্টু বেপারী জানায়, অসুস্থ্য শ্রমিকরা প্রতিদিনের ন্যয় রাতের খাবার গ্রহন করে। রাত আনুমানকি ১১টার দিকে পর পর সকলেই ভুমি করে এবং মাথায় যন্ত্রনা নিয়ে অসুস্থ্য হয়ে পড়ে। পরে তাদেরকে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে আসেন। রাতে পৌনে ১টায় কর্তব্যরত চিকিৎসক এদের চিকিৎসা শুরু করেন।
মিন্টু আরো জানান, তার কাছে থেকে স্থানীয় কিছু বখাটে যুবক চাঁদা দাবী করে। ধারণা করা হচ্ছে তাদের অজান্তে খাবারের সাথে তারা নেশা জাতীয় খোন দ্রব্য মিশিয়ে দিয়েছে।
অপরদিকে চাঁদপুর গ্রামের আহতদের আত্মীয় তাজুল ইসলাম জানান, বুধবার দুপুরে মুরগির মাংস ও লাল শাক দিয়ে ভাত খাওয়ার পর পরই তারা অসুস্থ হয়ে পড়েন। তারা যেখানে যে অবস্থায় ছিলেন সেই অবস্থায়ই অচেতন হয়ে পড়ে থাকেন। তাদেরকে প্রথমে ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরবর্তীতে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে আসা হয়। বর্তমানে তারাও চিকিৎসাধীন রয়েছেন।
চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) বেলায়েত হোসেন খান বিষয়টি নিশ্চিত করে জানান, অসুস্থ্যদের চিকিৎসা চলছে। তবে সুস্থ্য হতে একটু সময় লাগবে।