চাঁদপুরের ফরিদগঞ্জে নিখোঁজের ছয়দিন পর খালের পানির কচুরিপানার নিচ থেকে এক মাছ ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (২৫ জুলাই) দুপুরে উপজেলার কড়ৈতলী এলাকার ওই খাল থেকে অনাথ চন্দ্র দাস নামে এই ব্যক্তির লাশ উদ্ধার করে থানা পুলিশ।
ফরিদগঞ্জ থানার ওসি মোহাম্মদ শহীদ হোসেন জানান, উপজেলার খুরুমখালী গ্রামের মৃত প্রাণ গোপাল দাসের ছেলে অনাথ চন্দ্র দাস (৫৮)। তিনি পেশায় মাছ ব্যবসায়ী ছিলেন।
ওসি আরো জানান, গত ৫-৬ দিন আগে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন অনাথ চন্দ্র দাস। তবে এই ব্যাপারে পরিবারের পক্ষ থেকে কেউ থানায় মামলা করেনি। রবিবার বাড়ি থেকে কয়েক কিলোমিটার দুরে খালের পানির কচুরিপানার নিচে একটি লাশ ভেসে উঠে। পরে ঘটনাস্থলে পৌঁছে মৃতের ভাই রঘুনাথ চন্দ্র দাস লাশটি তার ভাইয়ের বলে শনাক্ত করেন তিনি।
এদিকে, কি কারণে মাছ ব্যবসায়ী অনাথ চন্দ্র দাস নিখোঁজ হলেন। এই নিয়ে পরিবারের সদস্যরা নিশ্চিত করে এখনো কিছু ই বলতে পারছেন না।
ফরিদগঞ্জ থানার ওসি মোহাম্মদ শহীদ হোসেন জানান, এই ঘটনায় মামলা হলে পুলিশ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।
অন্যদিকে, লাশটি উদ্ধার করে বিকেলে ময়নাতদন্তের জন্য চাঁদপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ। মৃত্যু অনাথ চন্দ্র দাসের স্ত্রী ছাড়াও তিন ছেলে রয়েছে।
এই ঘটনায় পরিবারের পক্ষ থেকে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।