স্টাফ রির্পোটার ॥ চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় নিজের জায়গার গাছ কাটা নিয়ে তার প্রতিবাদ করায় মুসলিম বেপারী (৭০) নামের এক বৃদ্ধের ওপর হামলা চালিয়ে তাকে মারধর করে গুরুতর আহত করার অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে ৪ সেপ্টেম্বর বুধবার সকালে ওই উপজেলার ৮ নং পাইকপাড়া ইউনিয়নের সাহাপুর গ্রামের বেপারি বাড়িতে। আহত বৃদ্ধকে বুধবার সকালে চিকিৎসার জন্য চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে এনে ভর্তি করানো হয়েছে।
আহত মুসলিম বেপারী জানায়, একই বাড়ির শামছল হক বেপারী, তার ছেলে রুবেল বেপারী, তোফায়েল বেপারীসহ তাদের পরিবারের লোকজন মঙ্গলার সকালে জোর পূর্বক মুসলিম বেপারীর জায়গায় থাকা বিভিন্ন প্রজাতির কয়েকটি গাছ কেটে ফেলে। ওইদিন তিনি তাদের হামলার ভয়ে তাদেরকে গাছ কাটার সময় কোন বাঁধা প্রদান করেনি। পরদিন বুধবার সকালে মুসলিম বেপারী এলাকার কয়েকজন গন্যমান্য ব্যক্তিকে বাড়িতে ডেকে এনে গাছ কাটার দৃশ্যটি দেখালে শামছল হক বেপারী, তার ছেলে রুবেল বেপারী, তোফায়েল বেপারী, ও তাদের পরিবারের মিসেস তৈয়বা বেগম, তাছলিমা বেগম মিলে মুসলিম বেপারীর সাথে ঝগড়ায় জড়িয়ে পড়ে। ঝগড়ার এক পর্যায় তারা মুসলিম বেপারীকে লাঠি সোটা দিয়ে আঘাত করে গুরুতর আহত করেন। পরে পরিবারের লোকজন মুসলিম বেপারীকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে এনে ভর্তি করায়।
এ ব্যাপারে অভিযুক্তদের সাথে কথা বলতে চাইলে তাদেরকে পাওয়া যায়নি।