প্রতিনিধি=
চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলা পূর্ব চাঁদপুর গ্রামে গাছ থেকে ডাব পড়ে লাবনী (৬) নামে শিশুর নির্মম মৃত্যু হয়েছে। গত সোমবার দুপুর ২টায় ওই গ্রামের জমাদার বাড়িতে গাছ থেকে ডাব পারার সময় নিচে দাড়িয়ে চানাচুর খেতে থাকা শিশু লাবনীর মাথার এক পাশে হঠাৎ করে একটি ডাব ছিড়ে পড়লে তার ডান চোখ এবং মাথায় প্রচন্ড আঘাত লাগে। তাৎক্ষনিক তার ডান চোখটি গলে যায় এবং সে মারাত্মক আহত হয়ে পরে। আহত অবস্থায় স্থানীয় ফরিদগঞ্জ সেন্ট্রাল হসপিটালে পালিত দালাল রিক্সা চালকের সহযোগিতায় তাকে ওই হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালের দায়িত্বে থাকা নামে-বেনামে সার্টিফিকেটধারী ডাক্তাররা তাকে দীর্ঘক্ষণ স্যালাইন দিয়ে কোন রকম হাতুড়ি চিকিৎসা দেখিয়ে অর্থ লাভের পায়তারায় অভিভাবককে আশা দিয়ে রাখে। শিশু লাবনীর অবস্থার আরো আশংকাজনক রূপ নিলে ডাক্তাররা তাকে চাঁদপুর হাসপাতালে রেফার করে। পরবর্তীতে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে আসলে সেখানে কর্তব্যরত ডাক্তার শিশুটির অভিভাবকদের জানান, অনেক পরে তাকে নিয়ে আসা হয়েছে। আরো অনেক পূর্বেই তাকে ঢাকায় নিয়ে যাওয়া উচিত ছিল। তারপরও শিশুটির বুকের শ্বাসকষ্ট ও মাথার আঘাত দেখে ডাক্তাররা তাকে দ্রুত ঢাকায় নিয়ে যাবার কথা বললে দিনমজুর পিতা শানু জমাদার মৃত্যু জেনেও অর্থাভাবে ঢাকায় না নিয়ে চাঁদপুরেই চিকিৎসা করানোর জন্য বলে। চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের কর্তব্যরত ডাক্তার জানায়, সময়মতো তাকে ফরিদগঞ্জ ডাক্তাররা যদি ঢাকায় প্রেরণ করে দিতো তাহলে হয়তো শিশুটিকে বাঁচানো সম্ভব হতো। শিশুটির দীর্ঘক্ষণ মৃত্যুর সাথে লড়ে নির্মম যন্ত্রনার শিকার হয়ে গতকাল সন্ধ্যায় চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে মারা যায়।
শিরোনাম:
মঙ্গলবার , ২৬ জানুয়ারি, ২০২১ খ্রিষ্টাব্দ , ১৩ মাঘ, ১৪২৭ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।