প্রতিনিধি
ফরিদগঞ্জ থানা পুলিশ পিস্তলের দু রাউন্ড গুলি, ১ রাউন্ড গুলির খোসা উদ্ধারসহ আজিজ ও শিপন নামে দু যুবককে আটক করেছে। শনিবার রাত ৯টায় থানা পুলিশ এ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। ফরিদগঞ্জ থানার ওসি নাজমুল হক জানান, গুলির ঘটনার প্রেক্ষিতে আটককৃতদের কাছ থেকে তথ্য এবং এলাকায় অনুসন্ধান চালিয়ে অস্ত্র উদ্ধারের চেষ্টা চলছে।
পুলিশ সূত্র জানায়, শুক্রবার রাতে ফরিদগঞ্জ উপজেলার পাটওয়ারী বাজারে টাকা লেনদেনের বিষয় নিয়ে সালিসি বৈঠকের সময় কথা কাটাকাটিকে কেন্দ্র দু গ্রুপের মধ্যে সংঘর্ষের এক পর্যায়ে প্রতিপক্ষ সাহাবুদ্দিন গংকে লক্ষ্য করে গুলি করে সরকার দলীয় নেতা পরিচয় দেয়া আজিজ ও শিপন। এ ঘটনায় বিক্ষুব্ধ লোকজন আজিজের মোটর সাইকেল ভাংচুর করলে শনিবার দুপুরে সাহাবুদ্দিন গ্রুপের একজন সিএনজি স্কুটার চালক সাদ্দামকে চান্দ্রা-রামগঞ্জ সড়কে আজিজ ও শিপন আটক করে বেদম মারধরের এক পর্যায়ে লোকজন আজিজ ও শিপনকে আটক করে থানা পুলিশকে সংবাদ দিলে পুলিশ আজিজ ও শিপনকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে।
থানা সূত্র জানায়, শুক্রবার রাতে গুলির ঘটনায় এলাকাবাসী ঘটনাস্থল থেকে এপি ৭.৬৫ পিস্তলের দু রাউন্ড গুলি এবং অটো ৩২ পিস্তলের এক রাউন্ড গুলির খোসা উদ্ধারের পর থানা পুলিশ তা রিকোভারি করে। এছাড়া সাদ্দামের সিএনজি স্কুটারটি (চাঁদপুর-থ -১১-৫৫০৬)কে উদ্ধার করা হয়েছে। এদিকে শুক্রবার রাতে পাটওয়ারী বাজারে গুলি বর্ষণের ঘটনায় পুরো উপজেলায় তোলপাড়ের সৃষ্টি হয়েছে। তারা অবিলম্বে অস্ত্রধারীকে আটক এবং পুরো উপজেলার প্রয়োজনে বিশেষ অভিযান চালিয়ে এসব অবৈধ অস্ত্র উদ্ধারের আহ্বান জানিয়েছেন সচেতন মহল।