পারিবারিক কলহের জের ধরে ফরিদগঞ্জে বাকিরুন আক্তার (২৩) নামে এক সন্তানের জননী বিষপানে আত্মহনন করেছে। গতকাল রোববার উপজেলার ১১নং চরদুঃখিয়া পূর্ব ইউনিয়নের সন্তোষপুর গ্রামের হাজী বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত গৃহবধূ ওই বাড়ির মানিক হাজির স্ত্রী।
গৃহবধূর স্বজনরা জানান, গত ক’দিন পূর্বে বাকিরুনের সাথে পারিবারিক বিষয় নিয়ে তার স্বামীর মনোমালিন্য হয়। সেজন্যে সে রাগে-অভিমানে পরিবারের সকলের অজান্তেই রোববার সকালে ঘরে থাকা কীটনাশক পান করেন। চিকিৎসার জন্যে প্রথমে তাকে ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক তাকে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে প্রেরণ করেন। ওই হাসপাতালে ভর্তি হওয়ার কিছুক্ষণের মধ্যেই তার মৃত্যু হয়।
গৃহবধূর স্বামী মানিক হাজী জানান, গত চার বছর পূর্বে প্রেমের সম্পর্ক থেকে তাদের বিয়ে হয়। তাদের ঘরে মারিয়া নামের তিন বছর বয়সী একটি কন্যাসন্তান রয়েছে। কয়েকদিন পূর্বে ওই সন্তানের ভবিষ্যতের কথা চিন্তা করে তার স্ত্রী তাকে সঞ্চয় করার কথা বলেন। এ নিয়ে তাদের দুজনের মধ্যে সামান্য মনোমালিন্য হয়। সকালে তিনি তার কর্মস্থলে গেলে স্ত্রীর বিষপানের খবর পান।