ফরিদগঞ্জ প্রতিনিধি
ফরিদগঞ্জ থানা পুলিশ বুধবার সকালে উপজেলার শাশিয়ালি গ্রাম থেকে রহস্যজনকভাবে মৃত্যুবরণ করা জাহানারা বেগম (২৫) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে।
থানা পুলিশ সূত্র জানায়, উপজেলার শাশিয়ালি গ্রামের সদ্য প্রবাস ফেরত ইয়াছিনের স্ত্রী জাহানারা বেগমের নিথর দেহ সকালে তার স্বজনরা ঘরের মধ্যে পড়ে থাকতে দেখে। এ সময় তার মুখে বিষের চিহ্ন দেখা গেলেও থানা পুলিশ সংবাদ পেয়ে লাশ উদ্ধারের সময় তাদের কাছে বিষয়টি রহস্যজনক বলে মনে হয়েছে বলে এসআই মোজাম্মেল হক জানান। পরে তারা লাশ উদ্ধার করে পোস্ট মর্টেমের জন্য চাঁদপুর প্রেরণ করে।
জানা গেছে, ৫ বছর পূর্বে শাশিয়ালি গ্রামের আনোয়ার উল্লা চৌধুরীর মেয়ে জাহানারা বেগমের সাথে একই গ্রামের মৃত আঃ মান্নানের ছেলে ইয়াছিনের আড়াই লাখ টাকা দেনমোহরে বিয়ে হয়। বিয়ের পর পরই ইয়াছিন সৌদি আরবে চলে যাবার পর দু মাস পূর্বে সে বাংলাদেশে আসে। এরপর থেকেই স্বামী-স্ত্রীর সাথে ঝগড়া বিবাদ লেগেই ছিলো। এরই জের ধরে মঙ্গলবার সন্ধ্যার পর জাহানারা বেগম বিষ পান করে আত্মহত্যা করে বলে তার স্বামীর বাড়ির লোকজন জানায়। ঘটনার ব্যাপারে জাহানারা বেগমের ভাই শাহাদাত হোসেন মানিক বাদী হয়ে ফরিদগঞ্জ থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করেছে। পুলিশও বর্তমানে এটিকে অপমৃত্যু হিসেবে রেকর্ড করলেও পোস্ট মর্টেম রিপোর্টের ওপর ভিত্তি করে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে বলে জানায়।