ফরিদগঞ্জ প্রতিনিধিঃ
ফরিদগঞ্জে স্বামীকে বেঁধে রেখে গৃহবধূকে গণধর্ষণের ঘটনায় সিএনজি অটোরিকশা চালকসহ এজহার নামীয় তিন আসামীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হচ্ছে উপজেলার মদনের গাঁও এলাকার কাকন (২৬), বালিথুবা এলাকার কবির (২৫), সোহেল হোসেন (২৫) ও সিএনজি চালক মামুন (২৬)।
ফরিদগঞ্জ থানার ওসি ও মামলার তদনত্দকারী কর্মকর্তা নাজমুল হক বলেন, অভিযুক্তদের ধরতে পুলিশ গত ২৪ ঘণ্টা ধরেই বিভিন্ন এলাকায় অভিযান অব্যাহত রাখে। এতে করে আমরা তাদের গ্রেফতার করতে সৰম হই। তিনি আরো জানান, গ্রেফতার এড়াতে আসামীরা বিভিন্ন জায়গায় আত্মগোপন করেছিলো।
উল্লেখ্য, গত রোববার গভীর রাতে ফরিদগঞ্জের বালিথুবা এলাকায় গণধর্ষণের শিকার হয় এক গৃহবধূ। স্বামীসহ ওই গৃহবধূ চাঁদপুরের একটি পার্কে বেড়াতে যান। সেখান থেকে বাসায় ফেরার পথে অভিযুক্তরা তার স্বামীকে অজ্ঞান করে অটোরিকশায় তুলে ওই এলাকার একটি নির্মাণাধীণ ভবনে এনে পালাক্রমে ধর্ষণ করে। পরে সোমবার দুপুরে নির্যাতনের শিকার গৃহবধূ বাদী হয়ে ফরিদগঞ্জ থানায় মামলা দায়ের করেন।