প্রতিনিধি
চাঁদপুরের ফরিদগঞ্জে ছাত্রদলের কমিটি গঠনকে কেন্দ্র করে বিবদমান দুই পক্ষে সংঘর্ষ হয়েছে। এ সময় বেশ কিছু যানবাহন ও দোকানপাট ভাঙচুর করা হয়। এতে অন্তত ১০ জন আহত হয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। মঙ্গলবার দুপুরে পৌরসভার টিঅ্যান্ডটি এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বিএনপির কেন্দ্রীয় নেতা, সাবেক সংসদ সদস্য হারুনুর রশিদের গ্রামের বাড়ি মান্দারতলীকে আজ উপজেলা ছাত্রদলের নতুন কমিটি ঘোষণার উদ্দেশে সমাবেশের আয়োজন করা হয়। দুপুরে ওই সমাবেশে যোগদানের উদ্দেশে ছাত্রদলের কর্মীরা টিঅ্যান্ডটি এলাকায় পৌঁছালে বিবদমান আরেক পক্ষ পৌর মেয়র মঞ্জিল হোসেনের সমর্থকরা তাদের ওপর হামলা চালায়।
এ সময় ছাত্রদলকর্মী রাফি (২৫), ইমাম (৩০), জাহাঙ্গীর (২৬), রাজু (২২) রুবেল (২৭) এবং আশিকসহ (২০) ১০ জন আহত হন। হামলাকারীরা কয়েকটি যানবাহন ও দোকানপাট ভাঙচুর করে।
ফরিদগঞ্জ থানার ওসি নাজমুল হক জানান, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ঘটনার পর ফরিদগঞ্জে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
শিরোনাম:
শনিবার , ২২ মার্চ, ২০২৫ খ্রিষ্টাব্দ , ৮ চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।