প্রতিনিধি
ফরিদগঞ্জে পূর্ব শত্র“তা ও তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে শফিকুর রহমান (৩৫) নামে এক ব্যক্তিকে মারধরের পর ছুরিকাঘাত করে ফেলে যাওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় গত বৃহষ্পতিবার রাতে চাঁদপুর সদর হাসপাতালে মারা গেছে। এ ব্যাপারে নিহতের ওই ঘটনায় আহত মোসাঃ বেগম বাদী হয়ে গতকাল ২৯ আগস্ট শুক্রবার সকালে লিখিত অভিযোগ করেছে। ঘটনাটি উপজেলার ১২নং চরদুখিয়া পশ্চিম ইউনিয়নের দক্ষিণ বিষকাটালি গ্রামে ঘটে।
লিখিত অভিযোগে জানা যায়, গ্রামের রিক্সাচালক সফিকুর রহমানের সাথে একই বাড়ির স্বজন লিটন, পারভেজ গংয়ের সাথে জমি সংক্রান্ত পূর্ব বিরোধ ছিল। গত ২৬ আগস্ট মঙ্গলবার সকালে শিশুদের মারামারির ঘটনাকে কেন্দ্র করে লিটন মাঝি গং জমি সংক্রান্ত বিরোধকে কাজে লাগিয়ে সফিকুর রহমানের স্ত্রীর মোসাঃ বেগমের (৩০) ওপর হামলা করে। হামলার এক পর্যায়ে সফিকুর রহমার তার স্ত্রীকে বাঁচাতে এগিয়ে আসলে, হামলাকারীরা দেশীয় অস্ত্র দিয়ে আঘাতের একপর্যায়ে পারভেজ সফিকুর রহমানের তলপেটে ছুরিকাঘাত করলে সে মাটিতে লুটিয়ে পরে। পরে তাকে উদ্ধার করে চাঁদপুর সদর হাসপাতালে ভর্তি করা হলে বৃহষ্পতিবার রাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ঘটনার পর থেকে অভিযুক্তরা পলাতক রয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত পুলিশ ঘটনাস্থলে যায়নি।
শিরোনাম:
শুক্রবার , ৭ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিষ্টাব্দ , ২৫ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।