ফরিদগঞ্জ প্রতিনিধি
ফরিদগঞ্জে জাল টাকাসহ রাসেল (২০) নামে এক যুবককে থানা পুলিশ আটক করে গতকাল শনিবার চাঁদপুর জেল হাজতে প্রেরণ করেছে।
জানা গেছে, পার্শ্ববর্তী রায়পুর উপজেলার কুইচামারা গ্রামের গনি বক্সের ছেলে রাসেল ফরিদগঞ্জ উপজেলার রূপসা বাজারে বুধবার রাতে একটি ক্রোকারিজের দোকানে বালতি ক্রয়ের নামে ১ হাজার টাকার একটি জাল নোট দোকানিকে দেয়ার চেষ্টা করে। এ সময় দোকানির সন্দেহ হলে তাকে চ্যালেঞ্জ করলে তার আচরণ অসংলগ্ন হওয়ায় থানা পুলিশকে সংবাদ দিলে থানা পুলিশ তাকে আটক করে। এ ব্যাপারে ফরিদগঞ্জ থানার এসআই নিজাম উদ্দিন বাদী হয়ে ১৯৭৪-এর ২৫-এর ক ও খ ধারায় মামলা দায়ের করে (নং- ২১। তাং-১৩/৮/২০১৪)। তদন্তকারী কর্মকর্তা জানান, আটককৃত রাসেল পেশাদার জাল টাকার ব্যবসায়ী বলে তারা সন্দেহ করছেন।