ফরিদগঞ্জ প্রতিনিধি
ফরিদগঞ্জ থানা পুলিশ উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে জেলা ছাত্রশিবিরের সেক্রেটারী, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও জামায়াত নেতাসহ ৫ জনকে আটক করেছে।
থানা পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার গজারিয়া গ্রাম থেকে জামায়াত নেতা জসিম উদ্দিন (৩৫) ও সিরাজুল ইসলাম(৪৫)কে নাশকতার সাথে জড়িত সন্দেহে আটক করা হয়। আর উপজেলার ৩নং সুবিদপুর পূর্ব ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নূরুল ইসলাম কাজী (৫৫)কে মনতলা এলাকা থেকে এবং চালিয়াপাড়া থেকে সরোয়ার হোসেন কর (৩০)কে অবরোধ চলাকালে মনতলা বাজারে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও ভাংচুরের ঘটনায় দায়েরকৃত মামলার এজাহারভুক্ত আসামী হিসেবে আটক করা হয়। শুক্রবার দুপুরে তাদের আদালতে প্রেরণ করা হয়েছে। এদিকে সন্ধ্যায় চাঁদপুর-রায়পুর সড়কস্থ খেজুরতলা এলাকা থেকে জেলা ছাত্রশিবিরের সেক্রেটারী মোঃ সাখাওয়াত হোসেনকে আটক করে ফরিদগঞ্জ থানা পুলিশ।