ফরিদগঞ্জ প্রতিনিধি
ফরিদগঞ্জে এক সংখ্যালঘু সম্প্রদায়ের একটি পরিবারকে ভিটেমাটি থেকে উচ্ছেদ করতে তার পৈত্রিক সম্পত্তি দখলের চেষ্টা করছে প্রতিপক্ষ। ইতিমধ্যে তারা ওই পরিবারের বসতঘরের সামনে পাকা ভবন নির্মাণের জন্য ইট বালি সিমেন্ট এনে স্তূপ করেছে। বাধ্য হয়ে পরিবারটি আদালতের আশ্রয় নিলে আদালত ওই ভূমিতে কোনো প্রকার নির্মাণ কাজ না করার জন্য ১৪৫ ধারা জারি করে।
জানা গেছে, উপজেলার পাইকপাড়া উত্তর ইউনিয়নের পাইকপাড়া গ্রামের প্রসেনজিৎ সরকার তার পৈত্রিক ভূমিতে দীর্ঘকাল ধরে বসবাস করছেন। প্রসেনজিৎ জানান, পাশাপাশি বসবাস করলেও তার পার্শ্ববর্তী জাকির হোসেন গং তার পিতার কাছ থেকে কিছু সম্পত্তি ক্রয়ের সূত্র ধরে আস্তে আস্তে তাদের ক্রয়কৃত সম্পত্তির বাইরেও সম্পত্তি জোরপূর্বক দখলের পাঁয়তারা করছে। এরই সূত্র ধরে তাদের বসতঘরের সামনে ইট বালি সিমেন্টসহ নানা জিনিসপত্র এনে পাকা স্থাপনা নির্মাণের মাধ্যমে সম্পত্তি দখলের প্রক্রিয়া শুরু করে। ফলে বাধ্য হয়ে প্রসেনজিৎ সরকার গত ২১ অক্টোবর চাঁদপুর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (সিআরপিসি কোর্ট নং-১-এর) আদালতে আবেদন করলে আদালত ওই ভূমিতে ১৪৫ ধারা জারি করেন। গত ২২ অক্টোবর ফরিদগঞ্জ থানার এসআই শুধাংশু ঘটনাস্থলে উপস্থিত হয়ে আদালতের আদেশ জারি করে আসে এবং নির্মাণ কাজ বন্ধ করে দেন।