ফরিদগঞ্জ উপজেলার ধানুয়া বাজার সংলগ্ন টুবগী বটতলায় সিএনজির সামনে চাকা হাফস ভেঙে সড়ক দুর্ঘটনায় ৫ যাত্রী আহত হয়েছে। আজ ১৭ ফেব্রুয়ারি মঙ্গলবার বিকেল ৪টায় টুবগী বটতলা এলাকায় এ ঘটনা ঘটে। আহত ৫ যাত্রীর মধ্যে ২ জনের অবস্থা আশঙ্কা জনক। জানা যায়, ফরিদগঞ্জ থেকে চাঁদপুর যাওয়ার পথে হঠাৎ সিএনজির হাফস ভেঙ্গে চাকা খুলে যায়। মুহুর্তেই গাড়িতে থাকা ৫ যাত্রী ও চালক সিএনজি উল্টে পড়ে। সিএনজির সামনে থাকা যাত্রী সালাউদ্দিন শেখ সিএনজির নিচে পড়ে চাকায় পিষ্ঠ হয়। পরে স্থানীয় লোকজন দ্রুত আহতদের চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে আসে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং সেখানে সিএনজিটি আটক করে রাখে। পরে উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রিনা নাসরিনের হস্তক্ষেপে গাড়িটি পুলিশের জিম্মা থেকে উদ্ধার করে নিজের জিম্মায় নেয়।
গুরুতর আহত ফরিদগঞ্জ ভাটিয়ালপুর আব্দুল খালেকের ছেলে সালাউদ্দিন শেখ (১৮) ও একই এলাকার মৃত দুলু গাজীর ছেলে হেলাল গাজী মুমুর্ষ অবস্থায় চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। ঘটনার পর সিএনজি (চাঁদপুর-থ ১১-৩৬১৩) চালক পালিয়ে যায়।
সিএনজি মালিক মোঃ শহিদ ঘটনাস্থলে আসার পর সিএনজিটি ঘটনাস্থল থেকে নিয়ে যায়। কিন্তু আহতদের কোন খোঁজ খবর নেয়নি।
শিরোনাম:
বুধবার , ২৩ এপ্রিল, ২০২৫ খ্রিষ্টাব্দ , ১০ বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।