ফরিদগঞ্জ উপজেলার ধানুয়া বালু বোঝাই ট্টাক্টার এর সাথে সিএনজির মুখ মুখি সংঘর্ষে অজ্ঞাত ২ পুরুষ, মহিলা নিহত হয়েছে। গুরুতর ২ জন আহত হয়ে ১ জন চাঁদপুর সরকারী জেনারেল হাসপাতালে ও অপর জন ঢাকা মেডিক্যেল হাসপাতালে পাঠানো হয়েছে।
গত কাল বুধবার বিকাল ৪ টায় ফরিদগঞ্জ থেকে ৪ জন যাত্রী নিয়ে সিএনজিটি ধানুয়া ঠাকুরগো ব্রিজের সামনে আসলে বিপরীত দিক থেকে বালু বোঝাই ট্টাক্টারটি বেপোরোয়া গতিতে এসে মুখ মুখি সংঘর্ষে এই ঘটনা ঘটে। জানা যায় দূরঘটনায় আহত রাবেয়া আক্তার (২৮) কে ও নুরে আলম (৩০) সহ নিহত অপর ২ জনকে নিয়ে স্থানিয়রা চাঁদপুর সরকারী হাসপাতালে নিয়ে আসে। হাসপাতালের দায়িত্বরত ডাক্তার অজ্ঞাত মহিলা পুরুষ ২ জনকে মৃত ঘোষনা করে। গুরুতর আহত অবস্থায় ফরিদগঞ্জ নয়ার হাটের নূরুল আমিনের ছেলে নুরে আলমকে ঢাকা মেডিক্যেল হাসপাতালে রেপ্যার করা হয়। আহতদের পরিবার সূত্রে জানা যায় ফরিদগঞ্জ চান্দ্রার শাহাদাত হোসেনের স্ত্রী রাবেয়া আক্তার দেশের বাড়ি থেকে চাঁদপুরের ষোলঘর তার ভাড়াটিয়া বাসায় যাওয়ার উদ্দেশে সিএনজি যোগে রওনা হয়। ফরিদগঞ্জ বাজার থেকে সিএনজিতে অপর ৩ যাত্রী নিয়ে রওনা হয়ে ধানুয়া আসার পর বেপোরোয়া গতিতে ট্টাক্টারটি মুখ মুুখি সংঘর্ষ বাধে। এসময় সিএনজি সামনে ৬০ বছর বয়সী অজ্ঞাত বৃদ্ধ ও পিছনের একই বয়সের অজ্ঞত বৃদ্ধা ঘনটাস্থলে তাদের মৃত্যু হয়। অপর ২ জন অল্পের জন্য প্রানেরক্ষা পায়। ঘটনার পর সিএনজি চালক ও ট্রাকের চালক পালিয়ে যায়। স্থানিয়রা সিএনজি ও ট্রাকটি আটক করে রাখে।