ফরিদগঞ্জে সড়ক দুর্ঘটনায় নাজিম উদ্দিন (১২) নামে এক শিশুর করুণ মৃত্যু হয়েছে। গত বুুধবার সকালে উপজেলার চরদুঃখিয়া পশ্চিম ইউনিয়নের বিশকাটালি এলাকায় এ ঘটনা ঘটে। সংবাদ পেয়ে পুলিশ লাশ উদ্ধার ও ঘাতক ট্রাক্টরটি আটক করেছে।
জানা গেছে, বুধবার সকালে রাস্তা পার হওয়ার সময় পার্শ্ববর্তী হাইমচর উপজেলা থেকে আসা একটি ট্রাক্টর দ্রুতগতিতে বিরামপুর-রায়পুর সড়ক পার হওয়ার সময় দরিদ্র কৃষক নূর মোহাম্মদের ছেলে নাজিম উদ্দিনকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময় চালক পালিয়ে গেলেও স্থানীয় লোকজন ট্রাক্টরটিকে আটক করে। সংবাদ পেয়ে ফরিদগঞ্জ থানা পুলিশ লাশ উদ্ধার করে।নিহত নাজিমের পিতা নূর মোহাম্মদ জানান, সকালে তার ছেলে নাস্তা খেয়ে পাশের একটি বাড়িতে যাচ্ছিলো।এদিকে চাঁদপুরের পুলিশ সুপার শামসুন্নাহারের নির্দেশ বাস্তবায়িত না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছে এলাকাবাসী। সচেতন মহল মনে করছেন, পুলিশ সুপারের নির্দেশ বাস্তবায়িত হলে ঘাতক ট্রাক্টর চলাচল বন্ধ থাকতো। বেঁচে যেতে পারতো একটি কচি প্রাণ। এলাকাবাসী পুলিশ সুপারের নির্দেশ অনুযায়ী ঘাতক ট্রাক্টর চলাচল সম্পূর্ণভাবে বন্ধ করার জোর দাবি জানান।