দেলোয়ার হোসাইন॥
ফরিদগঞ্জ উপজেলার গোবিন্দপুর আলিম মাদ্রাসায় ডব্লিউএপি ফাউন্ডেশনের (ওয়েলফেয়ার এসোসিয়েশন ফর দি পিপলস) এর উদ্যোগে রবিবার ২৮ ই এ সেপ্টেম্বর প্রায় দুই শতাধিক ছাত্র-ছাত্রীর রক্তের গ্রুপ নির্ণয় করা হয়। উক্ত ব্লাড গ্রুপিং অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের সিনিয়র উপদেষ্টা শাহ মো অলিউল্লাহ মাসুম,উপদেষ্টা সদস্য মাষ্টার মো:নজরুল ইসলাম, মাও: মোহাম্মদ উল্লাহ, মাও: মো: আ: ছাত্তার, মাও: সুলতান মাহমুদ,মাষ্টার রবিউল আলম ও মাষ্টার মো:আবু জাফর। অন্যাদের মাঝে আরো উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের সভাপতি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্রনেতা, তরুণ সমাজ উদ্যোক্তা,সমাজকর্মী মো:হুমায়ুন কবির রাজু, সদস্য মো:আনোয়ার, মো:রিদওয়ান ও মো বোরহান উদ্দিন।
২০১২ সালে ফরিদগঞ্জ ও হাইমচর উপজেলার মেডিকেল,বিশ্ববিদ্যালয়, কলেজ ও মাদ্রাসায় অধ্যয়নরত শিক্ষার্থীদের উদ্যোগে ডব্লিউএপি ফাউন্ডেশনের (ওয়েলফেয়ার এসোসিয়েশন ফর দি পিপলস) প্রতিষ্ঠা করা হয়। উল্লেখ্য অত্র ফাউন্ডেশনটি প্রতিষ্ঠালগ্ন থেকে অসংখ্য ছাত্র-ছাত্রীদের ও সর্বসাধারনের রক্তের গ্রুপ নির্ণয়, ফ্রি চিকিৎসা সেবা সহকারে বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে।
শিরোনাম:
রবিবার , ১৫ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিষ্টাব্দ , ৩১ ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।