স্টাফ রিপোর্টার: ॥ চাঁদপুরের ফরিদগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ তিনজনকে আটক করেছে থানা পুলিশ। এসময় ডাকাত দলের অপর সদস্যরা পালিয়ে যায়। মঙ্গলবার গভীর রাতে উপজেলার গুপ্টি পশ্চিম ইউনিয়নের মান্দারতলী গ্রামে এ ঘটনা ঘটে। আটককৃতরা হলো জহির হোসেন (২৮), মশিউর রহমান ইমন (২৫) ও আরিফ হোসেন(২৭)। এব্যাপারে বুধবার সকালে ফরিদগঞ্জ থানায় অস্ত্র আইনে এবং ডাকাতির প্রস্তুতির ঘটনায় দুটি পৃথক মামলা দায়ের হয়েছে।
ফরিদগঞ্জ থানা পুলিশ জানায়, গুপ্টি পশ্চিম ইউনিয়নের মান্দারতলী গ্রামের টুকু মিয়ার বাড়িতে ৭/৮ জনের একটি দল ডাকাতির প্রস্তুতি নিচ্ছে । এ সংবাদ পেয়ে থানা পুলিশের একটি দল ওই বাড়িতে অভিযান চালিয়ে একটি বিশালাকার ষ্টিলের রামদা, লোহার শাবল, টর্চলাইটসহ জহির হোসেন (২৮), মশিউর রহমান ইমন (২৫) ও আরিফ হোসেন (২৭) কে আটক করে। এসময় অন্যরা পালিয়ে যায়।
এব্যাপারে এসআই মমিনুল হক বাদী হয়ে বুধবার দুপুরে ফরিদগঞ্জ থানায় ডাকাতির প্রস্তুতি ও অস্ত্র আইনে পৃথক দুটি মামলা দায়ের করেছে। ফরিদগঞ্জ থানার ওসি শাহ আলম অস্ত্র উদ্ধারের কথা স্বীকার করে জানান, মামলা দায়েরের পর আটকৃতদের চাঁদপুর আদালতে পাঠানো হয়েছে।