মিজান লিটন॥ ফরিদগঞ্জে বিএনপি-আওয়ামী লীগ-পুলিশ সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। এ সময় ৩ পুলিশ ও এক সাংবাদিকসহ প্রায় শতাধিক আহত হয়েছে। নিহত নেতাকর্মীরা হলেন- ফরিদগঞ্জে পূর্ব গাজীপুর গ্রামের মৃত আব্দুল মতিনের ছেলে ও ইউনিয়ন যুবদলের সহ সভাপতি জাহাঙ্গীর প্রধান (৩৫), বড়ালী গ্রামের যুবদল কর্মী শরিফ হোসেন (৩০) এবং ফরিদগঞ্জ উপজেলার বারপাইকা আবদুল আলীর ছেলে ছাত্রদল নেতা আরিফ (২৫)। শুক্রবার বিকেল পৌনে ৫টার দিকে ফরিদগঞ্জ উপজেলা বাস স্ট্যান্ড এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ করেছে পুলিশ। জেলা বিএনপির সভাপিত প্রকৌশলী মোমিনুল হক জেলা বিএনপির সাধারণ সম্পাদক শেখ ফরিদ আহমেদ মানিকের মনিরা ভবনে অনুষ্ঠিত সাংবাদিক সম্মেলনে তিনজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।
এর মধ্যে আরিফ ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, শরিফ চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে এবং জাহাঙ্গীরকে ঢাকায় নেওয়ার পথে মারা যায় বলে জানান জেলা সভাপতি। পুলিশ জানায়, পূর্ব ঘোষণা অনুযায়ী ফরিদগঞ্জ বাজারে অবস্থান নেয় বিএনপি ও আওয়ামী লীগের নেতাকর্মীরা। বিকেলে উপজেলা বিএনপির সমাবেশ শেষে মিছিল করতে গেলে পুলিশ বাধা দেয়। এ নিয়ে শুরু হয় সংঘর্ষ। এ সময় বাজারের অন্যপ্রান্তে অবস্থান নেওয়া আওয়ামী লীগের নেতাকর্মীরাও সংঘর্ষে জড়িয়ে পড়ে। আধাঘণ্টা ধরে চলা এ সংঘর্ষে ৩ পুলিশসহ বিএনপি ও আওয়ামী লীগের কমপক্ষে প্রায় শতাধিক নেতাকর্মী আহত হন। আহতদের মধ্যে উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ছায়েদ সরকার গুরতর আহত অবস্থায় চাঁদপুর সেন্ট্রাল হাসপাতালে চিকিৎসাধীন ও জেলা বিএনপি নেতা জয়নাল আবেদিনের অবস্থা আশঙ্কাজনক। অপরদিকে ফরিদগঞ্জে বিএনপির ৩ কর্মী নিহত হওয়ার ঘটনায় শনিবার সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে উপজেলা বিএনপি। শুক্রবার সন্ধ্যায় ফরিদগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি লায়ন হারুন-অর-রশিদ এমপি এ হরতালের ডাক দেন। রাত পৌনে ৯টার দিকে চাঁদপুর শহরের জেএম সেনগুপ্ত রোডে জেলা বিএনপির সাধারণ সম্পাদক শেখ ফরিদ আহমেদ মানিকের বাসভবনে সংবাদ সম্মেলন করে ফরিদগঞ্জের হরতালে সমর্থন জানিয়েছে জেলা বিএনপি। এ সময় জেলা বিএনপির সভাপতি শনিবার বিকেল ৩টায় জেলা বিএনপির কার্যালয়ে গায়েবি জানাজা, কালো ব্যাজ ধারণ ও শোকসভা কর্মসূচি ঘোষণা করেন।
শিরোনাম:
রবিবার , ৮ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিষ্টাব্দ , ২৪ ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।