ফখরুল ইসলাম তারেক :
মুক্তিযোদ্ধা মৃত: কাজী রুহুল আমিনের স্ত্রী এক সন্তানের জননী ফাহিমার (৩৫)সাথে বিয়ের প্রলবন দিয়ে দীর্ঘ দিন অবৈধ সম্পর্ক গড়ে তোলে ফরিদগঞ্জ মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার ও বহু অপকর্র্মের হোতা আলী আহম্মদ। দীর্ঘ নাটকিয়তার পরে মুক্তিযোদ্ধা সংসদে বসে মুক্তিযোদ্ধার নেতাদের সামনে অপকর্মের কথা স্বীকার করে অবশেষে সাদা কাগজে লিখিত দিয়ে ফাহিমাকে স্ত্রীর সিকৃতি দিল ৫সন্তানের জনক আলী। ঘটনার সূত্রে জানা যায়, ফরিদগঞ্জ পৌর এলাকার কাছিয়াড়া গ্রামে মুক্তিযোদ্ধা কাজী রুহুল আমিন মারা যাওয়ার পরে তার স্ত্রী ফাহিমা এক সন্তানকে নিয়ে অসহায় হয়ে পরে। দারিদ্রতার কারনে বিভিন্ন জায়গায় কাজ করে জীবিকা নির্বাহ করত। মৃত: স্বামী মুক্তিযোদ্ধা নানা সুযোগ সুবিধার করে দেওয়ার আশ্বাস দিয়ে ডেপুটি কমান্ডার আলী ফাহিমাকে সময় অসময়ে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ ও পৌর সংসদে ডেকে আনতেন। এতে করে অনেক মুক্তিযোদ্ধা নেতৃবৃন্দ বিব্রত কর পরিস্থিতিতে পড়তেন। ক্ষমতার দাপট নানা হুমকি দমকীর ভয়ে অনেক মুক্তিযোদ্ধা এর প্রতিবাদ করার সাহস পেত না। এ সুবাদে আলী ফাহিমাকে বিয়ের প্রলবনে ফেলে তার সাথে অবৈধ সম্পর্ক গড়ে তোলে। দীর্ঘ দিন অনৈতিক সম্পর্ক শেষে ফাহিমা আলীকে বিয়ের প্রস্তাব দিলে আলী কৌশলে তা এড়িয়ে যায়। অবশেষে ফাহিমা বাধ্য হয়ে ফরিদগঞ্জ থানায় লিখিত অভিযোগ করলে পুলিশ আলীকে থানায় ডেকে পাঠায়। গত ২৬ জানুয়ারী মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার সহিদ উল্লা তপাদার আলী এবং ফাহিমার ঘটনার মিমাংসার কথা বলে থানা থেকে আলীকে নিয়ে আসে। গত কাল রবিবার উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার সহিদ উল্লা তপাদার এ বিষয়ে একটি সালিশি বৈঠক ডাকে। সেখানে আলী মুক্তিযোদ্ধার নেতাদের সামনে অপকর্মের কথা স্বীকার করে অবশেষে সাদা কাগজে লিখিত দিয়ে ফাহিমাকে স্ত্রীর সিকৃতি দিল।