প্রতিনিধি
ফরিদগঞ্জ উপজেলায় একটি বাড়িতে দুর্ধর্ষ চুরি সংঘটিত হয়েছে। এতে প্রায় ১০ ভরি ওজনের স্বর্ণালঙ্কার, নগদ দু�লাখ টাকা, দলিল ও মূল্যবান জিনিসপত্র নিয়ে গেছে। উপজেলার সাহাপুর গ্রামের আখন বাড়িতে শুক্রবার রাতে এ ঘটনা ঘটে। গতকাল রোববার দুপুরে এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় একটি অভিযোগ করা হয়েছে।
ভুক্তভোগী গৃহকর্তা সহিদুল ইসলাম জানান, তার ভগ্নিপতির চিকিৎসার জন্যে পরিবারের সদস্যসহ তিনি গত ক�দিন পূর্বে ঢাকা যান। শনিবার রাত আনুমানিক ১২টায় বাড়ি ফিরে কলাপসিবল গেট খুলে ভেতরে ঢুকে দেখতে পান দরজার ছিটকিনি ভাঙ্গা। তৎক্ষণাৎ তিনি প্রতিবেশীদের ডেকে ঘরের ভেতর প্রবেশ করে একে একে সকল আসবাবপত্র ভাঙ্গা ও কাপড় চোপড় তছনছ অবস্থায় দেখতে পান। এরপর তিনি সমস্ত কিছু খুঁজে দেখেন ঘরে রক্ষিত প্রায় ১০ ভরি ওজনের স্বর্ণালঙ্কার, নগদ দু� লাখ টাকা, দলিল ও মূল্যবান জিনিসপত্রের প্রায় সব কিছুই নিয়ে গেছে। ধারণা করা হচ্ছে, পাকা ভবনের ছাদ থেকে সিঁড়ি বেয়ে চোর ভেতরে প্রবেশ করেছে।
ঘটনাটি তিনি শনিবার রাতেই সংশ্লিষ্ট থানা পুলিশকে জানালে এসআই সুধাংশু হালদার শনিবার রাতে ঘটনাস্থল পরিদর্শন করেন। এ ঘটনায় রোববার গতকাল দুপুরে থানায় একটি লিখিত অভিযোগ করা হয়। এসআই সুধাংশু হালদার জানান, আমরা অভিযোগ পেয়েছি। আইনগত ব্যবস্থা নেয়া হবে।