শওকতআলী:
চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার রূপসা এলাকায় দূর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে মমিন হোসেন বাবুল (২৫) নামে ঢাকার এক ঠিকাদার খুন হয়েছে।
বুধবার (৩০ মার্চ) দিবাগত রাত ১০টার দিকে ফরিদগঞ্জ ও রূপসার মাঝমাঝি স্থানে এই ঘটনা ঘটে। এ সময় দূর্বৃত্তরা মমিনের সাথে থাকা মটর সাইকেল নিয়ে যায়।
মমিন রূপসা এলাকার জামালপুর গ্রামের মিজানুর রহমান খোকনের ছেলে। তিনি ঢাকায় ঠিকাদার হিসেবে কাজ করতেন।
মমিনের চাচাত ভাই নুরে রহমান জানান, রাত ১০টার দিকে তারা অন্য রোগী নিয়ে ফরিদগজ্ঞ হাসপাতালে আসে। এ সময় তারা রক্তাক্ত অবস্থায় তার চাচাত ভাই মমিনকে হাসপাতালে পড়ে থাকতে দেখে। তাৎক্ষনিক তারা ওই হাসপাতাল থেকে উদ্ধার করে চাঁদপুর ভেলবিউ হাসপাতালে আনে। সেখানে ভর্তি না নেওয়ার কারণে রাত ১২টার দিকে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে আসে। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে।
রূপনা ইউনিয়ন যুবলীগ নেতা মনির হোসেন জানান, রাত আনুমানিক ৮টার দিকে মমিনকে সাহেবগঞ্জ নামক স্থানে অপরিচিত ২ ছেলের সাথে মটর সাইকেলে যেতে দেখেছি।
মমিনের পিতা মিজানুর রহমান বলেন, আমার ছেলে ঢাকায় থাকে। বুধবার ঢাকা থেকে ফরিদগঞ্জ আসে। রাতে রূপসা থেকে ফরিদগঞ্জ বাড়ি ফেরার পথে দূর্বৃত্তরা তাকে কুপিয়ে রক্তাক্ত জখম করে হাসপাতালে নিয়ে আসে এবং মমিনের মোবাইল থেকে আমাদেরকে সংবাদ দিয়ে তারা চলে যায়। তার মাথার পিছনে, কোপালে ও নাকে দেশীয় অস্ত্রের একাধিক আঘাত রয়েছে।
এই বিষয়ে ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম বলেন, বৃহস্পতিবার সকালে মমিনের পিতা থানায় একটি অভিযোগ দায়ের করেছে। ময়না তদন্তের জন্য মরদেহ চাঁদপুর মর্গে রয়েছে। ময়না তদন্ত প্রতিবেদন আসলে প্রকৃত ঘটনা জানাযাবে। পুরো ঘটনাটি তদন্তের জন্য এসআই সালাউদ্দিন শামীমকে দায়িত্ব দেয়া হয়েছে।