ফরিদগঞ্জ সংবাদদাতা
ফরিদগঞ্জে এক কিশোরীকে ধর্ষণের ঘটনায় প্রভাবশালীদের চাপের কারণে এক সপ্তাহ পর মামলা দায়ের করেছে ক্ষতিগ্রস্ত পরিবার। গতকাল বৃহস্পতিবার সকালে থানায় মামলা দায়েরের পর থানা পুলিশ ওই কিশোরীর জবানবন্দি গ্রহণ করে ডাক্তারী পরীক্ষার জন্য চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে পাঠিয়েছে। ঘটনাটি উপজেলার পাইকপাড়া দক্ষিণ ইউনিয়নের চৌমুখা গ্রামে ঘটে।
অভিযোগে প্রকাশ, গত ২৩ মে শুক্রবার সকালে ওই কিশোরী একই বাড়ির নাদিয়া বেগমের ঘরে মোবাইল ফোন চার্জ দিয়ে নিয়ে আসার সময় তার ছেলে রাসেল (২২) জোরপূর্বক মুখ চেপে ধরে তাকে ধর্ষণ করে। পরে সে ডাক-চিৎকার দিলে আশপাশের লোকজন এগিয়ে আসলে রাসেল পালিয়ে যায়। বিষয়টি জানাজানির পর স্থানীয় প্রভাবশালী আঃ মান্নান, নুরুল ইসলাম, বেলাল ও আরিফ গং বিভিন্নভাবে মামলা না করার জন্য চাপ প্রয়োগ করে মীমাংসার নামে কালক্ষেপণ করে বলে এলাকাবাসী জানায়। পরে ওই কিশোরীর মা বাদী হয়ে গতকাল বৃহস্পতিবার সকালে রাসেলকে আসামী করে ফরিদগঞ্জ থানায় ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করেন। এ ব্যাপারে স্থানীয় ইউপি সদস্য গাজী মেম্বারের কাছে জানতে চাইলে তিনি বলেন, ধর্ষণের ঘটনাটি আমি সত্য বলে শুনেছি, কিন্তু মেয়ে পক্ষ অভিযোগ না করলেতো আমাদের কিছুই করার থাকে না। মামলার তদন্তকারী কর্মকর্তা ফরিদগঞ্জ থানার এসআই অলক বড়ুয়া মামলা দায়ের পূর্বক আসামী আটকের চেষ্টা চলছে বলে জানান। ধর্ষিতার জবানবন্দি গ্রহণ করার পাশাপাশি তাকে মেডিকেল চেকআপের জন্য চাঁদপুর পাঠানো হয়েছে বলেও তিনি জানান।