ফরিদগঞ্জের পল্লীতে রাস্তার পাশে একটি গাছের পাতায় মোড়ানো অবস্থায় এক নবজাতককে উদ্বার করেছে স্থানীয় জনতা। গতকাল বৃহস্পতিবার দুপুরে পৌর এলাকার সাফুয়া গ্রাম থেকে নবজাতককে উদ্ধারের পর ফরিদগঞ্জ স্বাস্থ্য কমপ্লেঙ্ েনেয়া হলে কর্তব্যরত চিকিৎসক শিশুটির অবস্থার অবনতি দেখে তাকে চাঁদপুর সদর হাসপাতালে প্রেরণ করে।
সাফুয়া গ্রামের কামাল পাটওয়ারীসহ স্থানীয় লোকজন জানায়, বৃহস্পতিবার দুপুরে তারা বাড়ি যাওয়ার পথে রাস্তার পাশে গাছের পাতা মোড়ানো অবস্থায় একটি প্যাকেট পড়ে থাকতে দেখে এগিয়ে যেতেই নবজাতকটি (ছেলে) দেখতে পায়। পরে তারা দ্রুত তাকে উদ্ধার করে ফরিদগঞ্জ স্বাস্থ্য কমপ্লেঙ্ েনিয়ে যায়।
এ ব্যাপারে স্বাস্থ্য কমপ্লেঙ্রে চিকিৎসক জানান, শিশুটির অবস্থার আশঙ্কাজনক দেখে তাকে চাঁদপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
ফরিদগঞ্জ থানার ওসি (তদন্ত) মাহবুবুর রহমান মোল্লা জানান, তিনি বিষয়টি জেনেছেন। খোঁজ খবর নিচ্ছেন।