ফরিদগঞ্জ উপজেলার সুবিদপুর পশ্চিম ইউনিয়নের বড়গাঁও গ্রামে রহিমা আক্তার (২০) নামে এক নববধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে লাশ উদ্ধারের পর ময়না তদন্তের জন্যে চাঁদপুর মর্গে প্রেরণ করা হয়।
স্থানীয় লোকজন জানায়, দু’ মাস পূর্বে বড়গাঁও গ্রামের বাবুল গাজীর ছেলে বিদেশ ফেরৎ মোর্শেদ গাজীর সাথে সানকিসাইর গ্রামের সফিউল্যার মেয়ে রহিমা আক্তারের বিয়ে হয়। বৃহস্পতিবার সকালে ওই বাড়ির লোকজন জানায়, রহিমা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে রহিমার লাশ ঘরের ভেতরে খাটের মধ্যে পড়ে থাকতে দেখে।
পুলিশ জানায়, লাশের সুরতহাল রিপোর্ট করার সময় মুখের থুতনির নিচে একটি কালো দাগ দেখা গেছে। থানার পরিদর্শক (তদন্ত) মাহবুবুর রহমান মোল্লা জানান, প্রাথমিকভাবে থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হলেও ময়না তদন্তের রিপোর্টের ভিত্তিতে পরবর্তীতে ব্যবস্থা নেয়া হবে।