ফরিদগঞ্জ প্রতিনিধি
পারিবারিক ও জমি সংক্রান্ত কোনো বিরোধ না থাকলেও শুধুমাত্র তৃতীয় পক্ষের ইন্ধনে ফরিদগঞ্জ উপজেলার দক্ষিণ বদরপুর গ্রামের এক নিরীহ পরিবার হয়রানির মুখে পড়েছে। প্রভাবশালী ও অর্থবিত্তের অধিকারী প্রতিপক্ষের নানা হুমকির কারণে নিরীহ ওই পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি খোকন গত এক মাস ধরে বাড়িতে যেতে পারছে না। ক্ষেতের পাকা ধান কাটতে দিন মজুর পাঠালে প্রতিপক্ষ তাদের ধান কাটতে দিচ্ছে না। সর্বশেষ বাড়ির পোষা কবুতর নিয়ে গেছে তারা। এ ব্যাপারে ফরিদগঞ্জ থানায় পরিবারের পক্ষে পারভীন আক্তার বাদী হয়ে প্রতিপক্ষ মাসুদ, শাহআলমসহ কয়েক জনের বিরুদ্ধে ৫ ডিসেম্বর লিখিত অভিযোগ করেছেন (জিডি নং- ২৩১)। অভিযোগে প্রকাশ জমি সংক্রান্ত কোনো বিরোধ না থাকলেও ওই পরিবারের সাথে তুচ্ছ বিষয় নিয়ে তাদের সম্পর্কের অবনতি হয়। কোনো কারণ ছাড়াই তারা তাদের মারধর করা, রাতে ঘরের চালে ইটপাটকেল নিক্ষেপ করছে। এ নিয়ে প্রতিবাদ করতে গেলে ৩ ডিসেম্বর পারভীনের ভাসুর জাকির হোসেনকে প্রতিপক্ষরা বেদম মারধর করে। এমনকি পারভীন বেগমকে অপহরণ করার হুমকি দিচ্ছে বলে লিখিত অভিযোগে প্রকাশ।
শিরোনাম:
রবিবার , ৮ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিষ্টাব্দ , ২৪ ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।