ফরিদগঞ্জ সংবাদদাতা :
ফরিদগঞ্জে দশম জতীয় সংসদ নির্বাচনের কুলখানী ও কাঙ্গালী ভোজ করেছে ১৮ দলের নেতা-কর্মী-সমর্থকরা। ব্যতিক্রম এ আয়োজনে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। এতে আশপাশের শত শত উৎসুক জনতা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে। উপজেলার বর্ডার বাজারে এ কুলখানী হয়, নির্বাচনের দিন রোববার বেলা ৩টায়। জানা গেছে, ১৮ দলের নেতা-কর্মী-সমর্থকরা ঐ দিন সকাল থেকে সড়কে হরতালের পিকেটিং করে। এর সাথে চলে কাঙ্গালী ভোজের আয়োজন। রান্না শেষে পিকেটাররা সারিবদ্ধভাবে বসে পড়েন চাঁদপুর-লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়কের ফরিদগঞ্জের বর্ডার বাজারের রাস্তার দু’পাশে। এরপর পরিবেশন করা হয় খিচুড়ী। তা দেখে আশপাশের উৎসুক জনতাও এসে ভোজে শামিল হয়। ১৮ দলীয় জোটের নেতারা এর নাম দেয় ‘নির্বাচনের কুলখানী ও কাঙ্গালী ভোজ’। কুলখানী’র এ আয়োজনে অন্যান্যদের সাথে উপস্থিত ছিলেন, স্থানীয় ১৬নং ইউনিয়ন বিএনপি নেতা জাকির হোসেন, উপজেলা যুবদল আহ্বায়ক মাহফুজুর রহমান টিপু, যুগ্ম-আহ্বায়ক সেলিম পাটওয়ারী, মশিউর রহমান রিপন, জামাই ফারুক, মহসীন মোল্লা, ফরিদগঞ্জ পৌর যুবদল আহ্বায়ক মহসীন মোল্লা, স্বেচ্ছাসেবক দলের মানিক, বাবলু, ছাত্রদলের জহির, রুবেল প্রমুখ।