ফরিদগঞ্জে নিষিদ্ধ পলিথিন বিক্রি হচ্ছে প্রকাশ্যে। সরকারিভাবে পলিথিন ব্যবহার ও বিক্রিতে নিষেধ থাকলেও উপজেলার বেশিরভাগ বাজারগুলোতে নিষিদ্ধ পলিথিন বিক্রির ধুম দেখা গেছে। ব্যবসায়ীর একটি অসাধু চক্র আবারও নিষিদ্ধ পলিথিন ব্যবহারও বিক্রিতে মাথা চড়া দিয়ে উঠছে। যার কারণে উপজেলার স্বনামধন্য বাজারগুলো থেকে গ্রাম-গঞ্জের ছোট্ট ছোট্ট বাজার ও দোকানগুলোতে নিষিদ্ধ পলিথিন ব্যবহার ও বিক্রি চলছে মহা উৎসব। উপজেলার যেসব বাজারগুলোতে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে অবাধে প্রতিনিয়ত নিষিদ্ধ পলিথিন ব্যবসায়ীর একটি কুচক্র মহল বাজারজাত করে আসছে। এমনকি প্রকাশ্যে বিক্রি করছে। সেসব বাজারগুলো হচ্ছে উপজেলার গাজীপুর বাজার, কড়ৈইতলী বাজার, রুপসা, খেজুরিয়া, ধানুয়া, বাগড়া, চান্দ্রা, টোরা মুন্সিরহাট, নয়ারহাট, পাটোয়ারী বাজার সহ উপজেলার প্রত্যন্ত বাজারগুলোতে চলছে নিষিদ্ধ পলিথিন বিক্রির প্রতিযোগিতা। যার কারণে নিষিদ্ধ পলিথিন ব্যবহারে পরিবেশের ভারসাম্য নষ্ট হয়ে পরিবেশ দূষনের সৃষ্টি করছে। পূর্বে নিষিদ্ধ পলিথিন বিক্রিতে ভ্রাম্যমান আদালতের অভিযান থাকায় নিষিদ্ধ পলিথিন বিক্রির হ্রাস পেলে ও বর্তমানে অভিযান পরিচালনা না থাকায় নিষিদ্ধ পলিথিন বিক্রি ব্যবহারে দিন দিন উপজেলার বাজারগুলোতে সয়লাভ হচ্ছে। নিষিদ্ধ পলিথিন ব্যবহার ও বিক্রিতে প্রশাসনে অভিযান থাকলে হয়তো কিছুটা হ্রাস পাবে। উপজেলার বাজারগুলোতে বিদ্যুতের ন্যায় ছড়িয়ে পড়ছে। নিষিদ্ধ পলিথিন ব্যবহার ও বিক্রিতে প্রশাসনে অভিযান থাকলে হয়তো কিছুটা হ্রাস পাবে। উপজেলার বাজারগুলোতে প্রশাসনের অভিযান অব্যাহত থাকুক এমনটাই প্রত্যাশা সচেতন মহলের।
শিরোনাম:
বুধবার , ১৬ জুলাই, ২০২৫ খ্রিষ্টাব্দ , ১ শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।