চাঁদপুর সংবাদদাতা॥ ফরিদগঞ্জে রাসেল হোসেন মামুন (২০) নামে এক নেশাগ্রস্থ যুবক আত্মহনন করেছে। ফরিদগঞ্জ উপজেলার পৌর এলাকার পশ্চিম বড়ালি গ্রামে এ ঘটনা ঘটে। সংবাদ পেয়ে ফরিদগঞ্জ থানা পুলিশ শুক্রবার বিকেলে লাশ উদ্ধার করে পোষ্ট মর্টেমের জন্য চাঁদপুর প্রেরণ করেছে।
জানা যায়, রূপসা উত্তর ইউনিয়নের চরমুঘুয়া গ্রামের মৃত আবুল বাশারের ছেলে সিএনজি স্কুটার চালক রাসেল হোসেন মামুন থাকেন নানা বাড়ি পৌর এলাকার পশ্চিম বড়ালি গ্রামে। দারিদ্রতার কারণে মা মরিয়ম বেগম ঢাকায় কোন একটি বাসায় কাজ করেন। ফলে রাসেল তার নানার বাড়ি ফজু বেপারী বাড়ির জরাজীর্ণ ঘরেই থাকতেন। সেই ঘরেই সে বৃহষ্পতিবার রাতে যে কোন সময় গলায় ফাঁস দিয়ে আত্মহনন করে।
পুলিশ জানায়, আত্মহননকারী রাসেল মৃত্যুর পুর্বে ঘরে চিরকুট রেখে যায়। তবে চিরকুটে তার মৃত্যুর জন্য কাউকে দায়ী না করলেও তার মৃত্যুর সংবাদ একজনকে জানানোর জন্য বলে যান। ওই চিরকুট ছাড়াও নেশার কিছু জিনিসপত্র উদ্ধার করা হয়েছে। ধারনা করা হচ্ছে, ইয়াবা সেবন করেই সে আত্মহননের পথ বেঁছে নেয়। তবে চিরকুটে যে নারীর নাম লিখে গেছে তার হদিস পাওয়া যায়নি।
ফরিদগঞ্জ থানার ওসি শাহ আলম লাশ উদ্ধারের কথা স্বীকার করেছেন।