স্বামী প্রবাসে। এর ফাঁকে পরকীয়ায় মজলেন স্ত্রী সালমা বেগম। সে পরকীয়ার জের ধরে ঘরে ৯ মাসের শিশু সন্তান মীমকে রেখেই ঘর ছাড়লো নিষ্ঠুর এ মা। ফরিদগঞ্জ উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের উত্তর ধানুয়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় পালিয়ে যাওয়া সালমা বেগমের মা মেয়ে নিখোঁজ বিষয়ে থানায় জিডি করেছেন।
জানা গেছে, তিন বছর পূর্বে সৌদি প্রবাসী নেছার আহাম্মদের সাথে সালমা বেগমের বিয়ে হয়। গত দেড় বছর পূর্বে নেছার আহাম্মদ সৌদি আরব চলে যাওয়ার পর সালমার কোল জুড়ে কন্যা সন্তান আসে। এরই মধ্যে সালমা বেগম একই বাড়ির দেবর সম্পর্কের সাইফুল ইসলামের সাথে পরকীয়ায় জড়িয়ে পড়ে। এ পরকীয়ার টানে গত ২২ এপ্রিল সে ৯ মাসের শিশু সন্তানকে ঘরে রেখে পালিয়ে যায়। পরদিন সালমার শাশুড়ি শাহানারা বেগম থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অপরদিকে সালমার মা নাসরিন বেগম তার মেয়ে নিখোঁজ হয়েছে বলে থানায় পাল্টা জিডি করেন।