নিজস্ব প্রতিবেদকঃ
জৈষ্ঠ্য মাস। চারদিকে রসালো ফলের মিষ্টি গন্ধ। আর গ্রাম বাংলার আনাচে কানাছে চড়িয়ে আছে হাজারো আম গাছ। ফলের রাজা আম। পাকা আম খেতে কার না ভালো লাগে। ফরিদগঞ্জে গাছ থেকে পড়া পাকা আম কুড়াতে গিয়ে সংর্ঘষে আহত হয়েছে দু‘জন। এনিয়ে দফায় দফায় সংর্ঘষের ঘটনায় আহতরা ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার প্রান কেন্দ্র পৌর এলাকার পশ্চিম পাঠান বাড়িতে।
এ সর্ম্পকে আহত জুম্মন (২০) পিতাঃ জহিরুল ইসলাম সাংবাদিকদের জানান, গত বুধবার রাতে ওই একই বাড়ির মোঃ আলমের উঠান দিয়ে যাওয়ার সময় গাছ থেকে পড়া পাকা দু‘টি আম দেখতে পাই। সাথে সাথে সেগুলো কুড়িয়ে নেই। কিন্তু গাছের নিছে পড়ে থাকা আম আমি কেন কুড়িয়ে নিলাম এনিয়ে আমার সাথে মোঃ আলমের স্ত্রীর সাথে কথা কাটা কাটি হয়। এক পর্যায়ে তার ছেলে মোঃ এমরান হোসেন (১৭) আমাকে কাঠ দিয়ে এলোপাতাড়ি আঘাতে আমার ঘাড় রক্তাক্ত জগম করে। এনিয়ে এমরানের বাবা মোঃ আলমের কাছে বিচার চাইতে গেলে উল্টো তার বাবা আমার সাথে খারাপ ব্যবহার করে। জানাযায় এ ঘটনাকে কেন্দ্র করে আবারো সংঘর্ষের ঘটনা ঘটে।
অভিযোগ সর্ম্পকে মোঃ এমরান হোসেন জানান, জুম্মন আমাদেরকে গালাগাল করার পর ও আমি তার গায়ে হাত তুলি নি। উল্ট সে অভিযোগ করে বলে আমাকে সে পিটিয়ে আহত করেছে।
জুম্মনের বাবা জহিরুল ইসলাম জানান, এলকার মধ্যে মোঃ আলম ও তার ছেলে ইতোমধ্যে অনেক অপকর্ম ঘটিয়েছে। অন্যায় করতে করতে তাদের সাহস বেড়ে গেছে। বর্তমানে তারা আমাদেরকে নানা ভাবে হুমকি ধমকি দিয়ে যাচ্ছে। আমরা প্রশাসনের কাছে এনিয়ে সহযোগীতা প্রত্যাশা করছি।
শিরোনাম:
সোমবার , ১০ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিষ্টাব্দ , ২৮ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।