চাঁদপুর সংবাদদাতা:
চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার গোবিন্দপুর উত্তর এলাকায় পুকুরের পানিতে ডুবে রুমা (৪) ও সুবর্ণা(-৪) নামে দুই শিশু নিহত হয়েছে। শনিবার (৬ মে) সকাল সাড়ে ১০টায় প্রত্যাশী গ্রামের বার্মন্দ বাড়ীতে এই ঘটনা ঘটে। নিহত রুমা ওই বাড়ীর মো. রোবেল গাজী ও সবুর্না সুমন গাজীর কন্যা।
ওই এলাকার সাবেক ইউপি সদস্য মানিক মিয়া বলেন, সকালে রুমার নানা হান্নান গাজী পুকুরে মাছ ধরতে গেলে পিছু নেয় দুই শিশু। নানার মাছ ধরার ব্যস্ততায়, পাড়ে পরস্পরকে জড়িয়ে থাকা দুই শিশু একই সাথে পুকুরের পানিতে পড়ে তলিয়ে যায়। কিছুক্ষণ পর স্বজনরা খোঁজাখুঁজির পর পুকুরে তাদের ভাসতে দেখে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে আসে। কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষনা করেন।
চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক আসিবুল আহসান চৌধুরী বিষয়টি নিশ্চিত করেন।