ফরিদগঞ্জ (চাঁদপুর) সংবাদদাতা: ফরিদগঞ্জে পানিতে ডুবে মোঃ ওয়ালীদ হাসান (৬) এক শিশুর মৃত্যু হয়েছে। শিশুটি উপজেলার ৭নং পাইকপাড়া বিষুরবন্দ গ্রামের বোয়ালিয়া নূরানীয়া হাফেজিয়া মাদ্রাসার নূরানী শাখার ২য় জামাতের শিক্ষার্থী ও এসিআই কোাম্পানীর গাড়ী চালক শিপনের সন্তান।
বুধবার (১৯ মে) সকালে এই ঘটনা ঘটে।
জানা গেছে, বিষুরবন্দ গীলা বাড়ির বড় পুকুরে ছোট ছোট ছেলেমেয়েরা পানিতে খেলা করার সময় ওই মাদ্রাসার শিক্ষার্থী ওয়ালীদও সেখানে ছিল। ছেলেমেয়েরা পানিতে ঝাঁপ দিলে ওয়ালীদও পানিতে ঝাঁপ দেয় । কিন্তু ওয়ালীদ সাঁতার না জানায় পানি থেকে আর উঠতে পারেনি।
পানিতে পড়ে যাওয়ার সংবাদে লোকজন ছুটে এসে পুকুর থেকে উদ্ধার করে দ্রুত ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শিরোনাম:
বুধবার , ১৭ আগস্ট, ২০২২ খ্রিষ্টাব্দ , ২ ভাদ্র, ১৪২৯ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।