ফরিদগঞ্জ প্রতিনিধিঃ
ফরিদগঞ্জে ২৪ ঘণ্টার ব্যবধানে পানিতে পড়ে দুই শিশুর করুণ মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে ফরিদগঞ্জ পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রাসেল চৌধুরীর একমাত্র ছেলে সামির তার বাড়ি বড়ালি গ্রামে খেলতে গিয়ে সবার অগোচরে বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। পরে লোকজন তাকে খুঁজে না পেয়ে পুকুরে নেমে উদ্ধার করার পর হাসপাতালে নিয়ে আসলে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। অন্যদিকে উপজেলার ধানুয়া গ্রামের বেপারী বাড়ির সেলিম বেপারী ২ বছর বয়সী শিশু কন্যা সানজিদা সোমবার সবার অজানত্দে পুকুর ঘাট থেকে পানিতে পড়ে যায়। অনেকক্ষণ পর তাকে পানি থেকে উদ্ধার করে চিকিৎসার জন্য চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নেয়া হলে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
চাঁদপুর নিউজ সংবাদ