এম এ আকিব॥
চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার বাটেরহদ গ্রামে পারিবারিক বিরোধকে কেন্দ্র করে একই বাড়ির দুই পরিবারের সংঘর্ষে কমপক্ষে ১০ জন আহত হয়েছে। স্থানীয়রা এদেরকে উদ্ধার করে প্রথমে ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। এর মধ্যে ৮ জনের অবস্থা আশঙ্কাজনক বিধায় কর্তব্যরত ডাক্তার তাদেরকে চাঁদপুর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে প্রেরন করে। বাকি দুইজন ফরিদগঞ্জে চিকিৎসাধীন রয়েছে। এক পক্ষের আহতদের পারিবারিক সূত্রে জানা যায়, বাড়িতে একটি ঘর নির্মান করতে গেলে বিপক্ষের পক্ষ থেকে বলা হয় আদালতে চলমান মামলার নিস্পত্তি না হওয়া পর্যন্ত কোন ঘর নির্মান করা যাবে না। এ নিয়ে উভয় পক্ষের মাঝে সংঘর্ষের সূত্রপাত ঘটে।
আহতরা হলেন, মৃত আবুল হোসেনের পুত্র সিরাজুল ইসলাম (৫৫), তার পুত্র সাইফুল ইসলাম (২৪), মৃত আবুল হোসেনর আরেক ভাই নুরুল ইসলাম (৫০), তার ছেলে আবুল কালাম (১৮), লুৎফুর রহমানের পুত্র আবু তাহের (৪৫), তার বোন ছকিনা (২৪) ও মৃত জামাল হকের পুত্র হারুন (৩০)। এরা সবাই ফরিদগঞ্জ উপজেলার বাটেরহদ গ্রামের ১৫নং ইউনিয়ন ৫নং ওয়ার্ডের কমর উদ্দিন পাটওয়ারী বাড়ির। আহতদের মধ্যে মোস্তফা কামাল (৩০) নামের একজনকে আশঙ্কাজন অবস্থায় ঢাকায় প্রেরন করা হয়
শিরোনাম:
রবিবার , ২৬ জানুয়ারি, ২০২৫ খ্রিষ্টাব্দ , ১৩ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।