আগামী ১৪ ফেব্রুয়ারি ফরিদগঞ্জ পৌরসভার নির্বাচনকে সামনে রেখে প্রতিদিন মনোনয়নপত্র সংগ্রহ করছেন মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা। গতকাল বৃহস্পতিবার পর্যন্ত মেয়র ও কাউন্সিলর পদে মোট ২৮জন প্রার্থী উপজেলা নির্বাচন অফিস থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এরমধ্যে মেয়র পদে ৩জন হচ্ছেন পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বর্তমান মেয়র মাহফুজুল হক, পৌর মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজমুর বেগম এবং সেলিনা আক্তার। এর মধ্যে বুধবার আজমুর বেগম মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। অন্যরা বৃহস্পতিবার মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
সংরক্ষিত আসনে ৫ জনের মধ্যে বৃহস্পতিবার ১,২ ও ৩নং ওয়ার্ডের কুসুম বেগম ও শাহিনা আক্তার এবং ৭,৮ ও ৯নং ওয়ার্ডের সেলিনা আক্তার মনোনয়নপত্র সংগ্রহ করেন। বুধবার সংরক্ষিত ৪, ৫ ও ৬নং ওয়ার্ডের সাবিনা ইয়াছমিন এবং ৭, ৮ ও ৯নং ওয়ার্ডের মাহমুদা বেগম মনোনয়নপত্র সংগ্রহ করেন।
সাধারণ আসনের মধ্যে এ পর্যন্ত মোট ২০ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এর মধ্যে বৃহস্পতিবার ১নং ওয়ার্ডের আক্তার হোসেন, মোঃ মোস্তফা কামাল সুমন, ২নং ওয়ার্ডের মোঃ আবুল হাসেম, মোঃ সারোয়ার হোসেন, জাহিদ পাটোওয়ারী, ৩নং ওয়ার্ডের মোহাম্মদ মহসিন তালুকদার, মোঃ জাহিদ হোসেন, ৪নং ওয়ার্ডের মোঃ বিল্লাল, ৫নং ওয়ার্ডের মোঃ আবুল হাসান ও শাহাজালাল, ৬নং ওয়ার্ডের মাহবুবুল আলম ও মোঃ মজিবুর রহমান, ৮নং ওয়ার্ডের মোঃ জাকির হোসেন গাজী, ৯নং ওয়ার্ডের মোঃ রসু মিয়া। বুধবার দিন মনোনয়নপত্র সংগ্রহ করেন ১নং ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর মোঃ ইসমাইল হোসেন, ২নং ওয়ার্ডের রাশেদ ও সাইফুর রহমান, ৪নং ওয়ার্ডের আবু তাহের, ৮নং ওয়ার্ডের মিজান পাটোয়ারী ও ৯নং ওয়ার্ডের মোঃ তোফায়েল আহমেদ।
এদিকে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে গতকাল বৃহস্পতিবার পর্যন্ত ৩জন মেয়র প্রার্থী দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এরা হলেন উপজেলা যুবলীগের আহ্বায়ক আবু সুফিয়ান শাহীন, সাবেক প্যানেল মেয়র খলিলুর রহমান ও পৌর যুবলীগের সভাপতি আব্দুল গাফ্ফার সজীব।
উল্লেখ্য, মনোনয়নপত্র জমা দেয়ার শেষ সময় ১৭ জানুয়ারি, বাছাই ১৯ জানুয়ারি এবং প্রত্যাহার ২৬ জানুয়ারি।
এদিকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির প্রধান কার্যালয় থেকে গতকাল ফরিদগঞ্জ পৌরসভা নির্বাচনের মেয়র পদে দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ৪জন মনোনয়ন প্রত্যাশী। তারা হচ্ছেন : উপজেলা বিএনপির সহ-সভাপতি মাহবুবুর রহমান মফু, পৌর বিএনপির সভাপতি আমানত গাজী, সাবেক পৌর সভাপতি হারুনুর রশিদ ও উপজেলা যুবদলের সদস্য সচিব আঃ মতিন।