ফরিদগঞ্জে আনোয়ার হোসেন আরজু (২৬) নামে এক প্রবাসীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে ফরিদগঞ্জ থানা পুলিশ। সোমবার রাতে উপজেলার রূপসা দক্ষিণ ইউনিয়নের রঘুনাথপুর গ্রামে এ ঘটনা ঘটার পর সংবাদ পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে।
জানা গেছে, রঘুনাথপুর গ্রামের ইসমাইল হোসেনের ছেলে আনোয়ার হোসেন আরজু দীর্ঘদিন দুবাইয়ে চাকুরি করে রমজান মাসে দেশে ফিরে আসেন। এরপর গত ৩০ জুন পারিবারিকভাবে পার্শ্ববর্তী উপজেলা রায়পুরের কেরোয়া গ্রামের হুমায়ুন কবিরের মেয়ে সুমাইয়াকে বিয়ে করেন। গত রোববার বিকেলে স্ত্রীকে শ্বশুর বাড়িতে রেখে তিনি নিজের বাড়ি ফিরে আসেন। সোমবার পুনরায় তার শ্বশুর বাড়িতে যাওয়ার কথা ছিল। কিন্তু ওইদিনই সন্ধ্যায় তিনি মাগরিবের নামাজ পড়তে পার্শ্ববর্তী হাজী বাড়ির মসজিদে গিয়ে আর বাড়ি ফিরেন নি। পরে রাতে তাদের বাড়ির পাশে একটি বাগানে তার ঝুলন্ত লাশ দেখতে পায় লোকজন। খবর পেয়ে পুলিশ রাতেই লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
এদিকে পুলিশ লাশ উদ্ধারের পর গতকাল মঙ্গলবার সকালে আরজুর পিতা ইসমাইল হোসেন, স্ত্রী সুমাইয়া আক্তারসহ পরিবারের লোকজন ফরিদগঞ্জ থানায় উপস্থিত হন। তারা ময়না তদন্ত ছাড়া লাশ দাফনের আবেদন করেন। তাদের আবেদনের প্রেক্ষিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে পুলিশ তাদের কাছে লাশ হস্তান্তর করে।