ফরিদগঞ্জে প্রবাসীর স্ত্রীকে উত্ত্যক্ত ও শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, ফরিদগঞ্জের আলোনিয়া গ্রামের মালয়েশিয়া প্রবাসী মো. তছলিম উদ্দিনের স্ত্রী শাহানারা বেগমকে একই এলাকার মো. আ. মুন্নাফের ছেলে আলমগীর হোসেন বরকন্দাজ (২৮) নামের এক বখাটে যুবক দীর্ঘদিন যাবত বিভিন্নভাবে উত্ত্যক্ত করে আসছিল। এরই ধারাবাহিকতায় গত ক’দিন আগে শাহানারা বেগম প্রয়োজনীয় কাজে বাড়ি থেকে বের হলে আলমগীর হোসেন বরকন্দাজ তাকে একা পেয়ে আবারও ইভটিজিং করে। এর প্রতিবাদ করায় আলমগীর শাহানারা বেগমকে জড়িয়ে ধরে পরনের কাপড় টানাটাানি করে শ্লীলতাহানির চেষ্টা করে। এ সময় শাহানারা বেগম চিৎকার করে উঠলে আলমগীর পালিয়ে যায়। এ ব্যাপারে শাহানারা বেগম বাদি হয়ে বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করে।
শিরোনাম:
শনিবার , ১৫ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিষ্টাব্দ , ৩ ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।