স্টাফ রিপোর্টার: চাঁদপুরের ফরিদগঞ্জে সীমা আক্তার (২২) নামে এক প্রবাসীর স্ত্রীর রহস্যজনক মৃত্যু হয়েছে। সংবাদ পেয়ে বুধবার সকালে থানা পুলিশ লাশ উদ্ধার করে পোষ্ট মর্টেমের জন্য চাঁদপুর প্রেরণ করেছে। পৌর এলাকার নোয়াগাঁও গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় লোকজন জানায়, পৌর এলাকার কেরোয়া গ্রামের আ: হাইয়ের মেয়ে সীমার সাথে ৪ বছর পুর্বে নোয়াগাঁও গ্রামের মোখলেছুর রহমানের(মুকু) ছেলে মনির হোসেনের সাথে ৪ বছর পুর্বে বিয়ে হয়। তাদের কোন সন্তান নেই। মনির বর্তমানে মধ্য প্রাচ্যের দেশ দুবাই প্রবাসী । গত ৬ মাস পুর্বে নোয়াগাওঁ গ্রামের জনৈক আ: সাত্তার সাউদের ঘর ভাড়া নেয় সীমা। বুধবার সকালে সেখানেই তার গলায় ফাঁস দেয়া অবস্থায় লাশ দেখতে পায় লোকজন। তবে লাশ যেভাবে পড়ে রয়েছে বিষয়টি রহস্যজনক বলে স্থানীয় লোকজন ধারনা করছেন।
বাড়ির মালিক আ: ছাত্তার সাউদ জানান, বুধবার ভোরে তার স্ত্রী তাদের পাশের ঘরে থাকা সীমাকে নামাজ পড়ার জন্য ডাকতে দরজায় ধাক্কা দিলে দরজাটি খুলে যায়। পরে তিনি জানালার সাথে ওড়না দিয়ে গলায় পেঁচানো ও অর্ধ বসা অবস্থায় সীমার লাশ দেখতে পায়।
তিনি আরো জানান, রাতে তারা মোবাইল ফোনে (সম্ভবত স্বামীর সাথে) ঝগড়া করতে শুনছেন সীমাকে।
সীমার বোন সুমী বেগম জানান, তার বোনের মৃত্যু রহস্যজনক। এর সাথে জড়িতদের চিহ্নিত করার দাবী করেন তিনি।
এব্যাপারে ঘটনাস্থলে যাওয়া এসআই মাসুদ আলম জানান, সংবাদ পেয়ে লাশ উদ্ধারের জন্য তিনি ঘটনাস্থলে গিয়েছেন। লাশ উদ্ধার করে পোষ্ট মর্টেমের জন্য চাঁদপুর পাঠানো হয়েছে। #