ফরিদগঞ্জে মাহমুদা আক্তার (২০) নামে এক প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। সোমবার বিকেলে উপজেলার বালিথুবা পূর্ব ইউনিয়নে মাঝের বাড়িতে এই ঘটনা ঘটে। মাহমুদা আক্তার পার্শ্ববর্তী হাজীগঞ্জ উপজেলার রাধাশা গ্রামের ওমান প্রবাসী আব্দুল কাদেরের স্ত্রী।
জানা গেছে, এক বছর পূবে বালিথুবা পূর্ব ইউনিয়নের বালিথুবা গ্রামের মৃত মামুন হোসেনের মেয়ে মাহমুদার সাথে হাজীগঞ্জ উপজেলার রাধাশা গ্রামের ওমান প্রবাসী আব্দুল কাদেরের বিয়ে হয়। বিয়ের পর জীবিকার টানে স্বামী ওমানে যায়। প্রবাসে যাওয়ার পর থেকে স্বামী তার কোনো খোঁজ-খবর না নেয়ায় মাহমুদা তিনমাস পূর্বে বাপের বাড়ি ফরিদগঞ্জের বালিথুবা গ্রামে চলে আসে। এক পর্যায়ে সে সোমবার দুপুরে সে নিজ ঘরের আড়ার সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহনন করে। সংবাদ পেয়ে থানা পুলিশ বিকেলে লাশ উদ্ধার করে।
ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুর রকিব জানান, পোস্ট মর্টেমের জন্য লাশ চাঁদপুর পাঠানো হবে।